পাটগ্রামে সংঘর্ষ

আ.লীগের পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

বণিক বার্তা প্রতিনিধি লালমনিরহাট

 লালমনিরহাটের পাটগ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে গত সোমবার রাতে পাটগ্রাম থানার এসআই মিজানুর রহমান মিজান বাদী হয়ে মামলাটি করেন

মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি চেয়ারম্যান আবুল হাসেম এবং সভাপতি পদপ্রার্থী রফিকুল ইসলামসহ ১০ জনের নাম উল্লেখ অজ্ঞাতনামা আরো ৫০০ জনকে আসামি করা হয়েছে তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন মামলার এসআই মিজানুর রহমান মিজান

এর আগে গত সোমবার বেলা আড়াইটার দিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরুর আগে দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে বর্তমান সভাপতি আবুল হাসেম সভাপতি পদপ্রার্থী রফিকুল ইসলামের ৩০ সমর্থক আহত হন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ, ৫০ রাউন্ড শটগানের রাবার বুলেট তিন রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ঘটনায়  এসআই আশরাফুল আলম দুই কনস্টেবল আহত হন

সভাপতি পদপ্রার্থী রফিকুল ইসলাম বলেন, আমি নিজেও আহত হয়েছি অথচ মামলায় আমাকেও আসামি করা হয়েছে

তবে মামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আবুল হাসেম

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন, সরকারি কাজে বাধা প্রদান, অবৈধ সমাবেশ পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ অজ্ঞাতনামা আরো ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন