চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ওপেন ডে অনুষ্ঠিত

আনন্দ-উৎসবমুখর পরিবেশে সম্প্রতি চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হয়েছে ২০২০ সালের স্প্রিং সেমিস্টারেরওপেন ডে। নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসে সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।

এ সময় চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী, তাদের অভিভাবক, বিশিষ্ট শিক্ষাবিদ, সিআইইউর শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানায়, প্রতিবারের মতো এবারো সিআইইউর ওপেন ডে পরিণত হয় ভর্তিচ্ছুদের মিলনমেলায়। অনুষ্ঠানে ছিল স্পট অ্যাডমিশন, সেমিস্টার ফি ওয়েবার, ক্যারিয়ার আড্ডা, ক্যাম্পাস জবের দারুণ সুযোগ, স্কলারশিপ, ক্যাম্পাস ট্যুর, বিদেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা কার্যক্রমের নানা তথ্যসহ অনেক কিছু। সিআইইউর বিজনেস স্কুলের অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. রেজাউল হক খান, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, স্কুল অব লর উপদেষ্টা অধ্যাপক মো. জাকির হোসেন, বিজনেস স্কুলের ডিন ড. নাঈম আবদুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন