স্পিন চ্যালেঞ্জে ক্যারিবীয়রা

সম্প্রতি বাংলাদেশের মাটিতে দুর্দান্ত এক টেস্ট জয় তুলে নেয় আফগানিস্তান প্রথম ইনিংসে রহমত শাহ অনবদ্য এক সেঞ্চুরি করে দলকে ভিত গড়ে দেয়ার পর রশিদ খানের ঘূর্ণিজালে বন্দি হয় বাংলাদেশ রশিদ একাই নেন ১১ উইকেট আফগানিস্তান পায় ২২৪ রানের বিশাল জয় স্পিনের সঙ্গে খুবই পরিচিত বাংলাদেশ যদি আফগান স্পিন সামলাতে হিমশিম খায়, তবে একই ভাগ্য বরণ করতে হতে পারে ওয়েস্ট ইন্ডিজকেও তাই ক্যারিবীয়রা সেরাটা দিতে না পারলেও বিপদ অপেক্ষমাণ উজ্জীবিত আফগানিস্তানের সঙ্গে ক্যারিবীয়দের একমাত্র টেস্টটি আজ শুরু হবে ভারতের লক্ষেৗতে

আফগানিস্তানের টেস্ট ইতিহাস মাত্র তিন ম্যাচের তবে এরই মধ্যে দুটি জয় তুলে নিয়েছে তারা, যার একটি আবার বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট জয়ের কারিগর আফগান স্পিনাররা, যারা হুমকি হয়ে উঠতে পারে ক্যারিবীয়দের জন্যও

আফগানরা অবশ্য মোহাম্মদ নবির অফ-স্পিন বেশ অনুভব করবে বাংলাদেশ সিরিজের পরই যে তিনি লংগার ভার্সনকে বিদায় বলেছেন যদিও তার জায়গায় বেছে নেয়ার মতো যথেষ্ট সমৃদ্ধ বিকল্প রয়েছে দলটির কাইস আহমাদ, জহির খান আমির হামজার মধ্যে একজন সুযোগ পাবেন বাঁহাতি স্পিনার হামজা এখনো টেস্ট খেলেননি, তবে ওয়েস্ট ইন্ডিজ একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচে আট উইকেট নেয়া বোলারকে বিবেচনা করতে পারে এশিয়ান দলটি

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অপেক্ষাকৃত অভিজ্ঞ রোস্টন চেজ ক্রেগ ব্রাফেট এশিয়ায় সেঞ্চুরি করেছেন তবে চ্যালেঞ্জ তরুণ ব্যাটসম্যান শাই হোপ, শিমরন হেটমায়েরদের জন্য সম্প্রতি র্যাংকিংয়ের এক নম্বর বোলার জেসন হোল্ডারের নেতৃত্বে বোলিং ইউনিটও ভালো করছে ক্যারিবীয়দের ভালো প্রভাব রেখেছে তাদের পেস বোলিং তবে লক্ষেৗতে স্পিনার জোমেল ওয়ারিক্যান রাহকিম কর্নওয়ালও ভালো করতে পারেন 

দুই দল টেস্টে কখনো মুখোমুখি হয়নি তবে সদ্যসমাপ্ত দুটি সীমিত ওভারের সিরিজে বেশ প্রতিদ্বন্দ্বিতা হয় তিন ওয়ানডেতে আফগানদের দাঁড়াতেই দেয়নি ওয়েস্ট ইন্ডিজ এরপর তারা জিতে নেয় প্রথম টি২০ ম্যাচও যদিও এরপর দুর্দান্ত প্রত্যাবর্তনে - ব্যবধানে টি২০ সিরিজটা জিতে নেয় রশিদ খানের দল আইসিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন