যে কারণে ইব্রাকে নেবেন না মরিনহো

ইংল্যান্ডের সেরা স্ট্রাইকার হ্যারি কেন দলে থাকার পরও জ্লাতান ইব্রাহিমোভিচকে স্বাক্ষর করানোর কোনো মানে খুঁজে পান না টটেনহাম কোচ হোসে মরিনহো লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে দুই বছরের চুক্তি শেষ হয়ে যাওয়ায় এখন ফ্রি এজেন্ট ইব্রা একই সময় টটেনহামের দায়িত্ব নিয়েছেন তার সাবেক কোচ মরিনহো অনেকেই ভাবছেন, হয়তো সুইডিশ স্ট্রাইকারকে নিজের দলে নিয়ে আসবেন পর্তুগিজ কোচ তবে তিনি সম্ভাবনার কথা নাকচ করে দিলেন

ইব্রার সঙ্গে গভীর সম্পর্ক মরিনহোর তবে পেশাদারি জায়গা থেকে বিচার করে তিনি খেলোয়াড়টিকে নিজ দলে ভেড়ানোর কোনো মানে দেখেন না তার কথায়, তার সঙ্গে আমার সম্পর্কটা যোগাযোগের চেয়েও অনেক বেশি কিছু অবিশ্বাস্য খেলোয়াড়, অবিশ্বাস্য ব্যক্তিত্ব; কিন্তু আমাকে বলতে হচ্ছে, কোনো সুযোগ নেই আমাদের দলে ইংল্যান্ডের সেরা স্ট্রাইকার যেহেতু হ্যারি কেন রয়েছে, তাই তাকে (ইব্রা) সই করানোর কোনো মানে নেই বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন