তুরস্কের পুনর্বাসন পরিকল্পনায় কাতারের সমর্থন

বণিক বার্তা ডেস্ক

 কুর্দি বাহিনীর বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযানের পর উত্তর-পূর্ব সিরিয়ায় ১০ লাখের বেশি সিরীয় শরণার্থীর জন্য পুনর্বাসন পরিকল্পনা করেছে তুরস্ক পরিকল্পনায় কাতার সমর্থন দিতে পারে বলে গতকাল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন খবর রয়টার্স

সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের নির্মূলে গত মাসে ব্যাপক সামরিক অভিযান শুরু করে তুরস্ক একই সঙ্গে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তসংলগ্ন ১২০ কিলোমিটার অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়

অভিযান শুরুর পর থেকে পশ্চিমা মিত্রদের প্রতি উত্তর-পূর্ব সিরিয়ায় নতুন শহর গড়ে তোলার পরিকল্পনাকে সমর্থন দেয়ার আহ্বান জানিয়ে আসছে আঙ্কারা মূলত সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধের ফলে তুরস্কে আশ্রয় নেয়া ৩৬ লাখ সিরীয় শরণার্থীর অর্ধেক এসব শহরে পুনর্বাসিত করতে চায় আঙ্কারা

দোহা সফর শেষে গতকাল সাংবাদিকদের এরদোগান জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি আর কাতারের আমির পরিকল্পনা পছন্দ করেছেন বলেও সাংবাদিকদের জানান এরদোগান

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন