হিলিতে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা

বণিক বার্তা প্রতিনিধি হিলি ও কক্সবাজার

টানা কয়েক দিন দাম বাড়ার পর কমতে শুরু করেছে মসলাজাতীয় পণ্য পেঁয়াজের দাম। দিনাজপুরের হিলি স্থলবন্দরে একদিনের ব্যবধানে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৫ টাকা কমেছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ শুরু এবং আমদানি বাড়ায় দাম কমেছে।

সরেজমিন গতকাল হিলি স্থলবন্দরে গিয়ে দেখা যায়, মিয়ানমারসহ অন্যান্য দেশ থেকে আমদানীকৃত পেঁয়াজ পাইকারিতে প্রতি কেজি ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। যেখানে একদিন আগেও প্রতি কেজি ১৯০ টাকায় বিক্রি হয়েছে।

অন্যদিকে পাইকারির পাশাপাশি খুচরা বাজারেও কমেছে দাম। গতকাল খুচরায় প্রতি কেজি পেঁয়াজ ১৮০ টাকা দরে বিক্রি হয়, যা একদিন আগেও ২০০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া বাজারে উঠতে শুরু করা নতুন পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। তবে বাজারে পুরনো দেশী পেঁয়াজের সরবরাহ একেবারে নেই।

এদিকে পেঁয়াজের দামের উচ্চমূল্য নিয়ে ক্রেতাদের ক্ষোভ কমছেই না। হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মাহবুব হোসেন ও রিপন বলেন, বর্তমানে বাজারে এক কেজি পেঁয়াজ কিনতে হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। এতে আমাদের মতো কৃষকসহ খেটে খাওয়া সাধারণ মানুষকে চরম বিপাকে পড়তে হচ্ছে। বাজারে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যেরই দাম বাড়চ্ছে। এ অবস্থায় বাজারে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধিসহ সরকারি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এ দুই ক্রেতা।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শরিফুল ইসলাম জানান, তিন-চারদিন বাজারে পেঁয়াজের সরবরাহ কমার ফলে দাম বাড়তে শুরু করেছিল। সম্প্রতি আবারো স্থানীয়ভাবে অর্থাৎ সীমান্ত দিয়ে অবৈধপথে বেশ পেঁয়াজ আসার ফলে বাজারে পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। সেই সঙ্গে আমদানীকৃত মিয়ানমারের পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় বাড়ার ফলে দাম কমতে শুরু করেছে। আগামী কয়েক দিনের মধ্যে বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ শুরু হলে দাম আরো কমে আসবে বলে জানান তিনি।

এদিকে পেঁয়াজের লাগামহীন দাম বৃদ্ধিতে মিয়ানমার থেকে আমদানি বাড়িয়েছেন ব্যবসায়ীরা। কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে ট্রলারে করে এসব পেঁয়াজ আমদানি করা হচ্ছে। গত দুই মাসে এ স্থলবন্দর দিয়ে ৩৯ হাজার টন পেঁয়াজ আমদানি করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ স্থলবন্দরের কাস্টসম সুপার আফসার উদ্দিন।

তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত টেকনাফ স্থলবন্দর দিয়ে ৩৯ হাজার টন পেঁয়াজ এসেছে। তার মধ্যে ২৬ নভেম্বর প্রায় ১ হাজার টন পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে। এর আগে ২৫ নভেম্বর ১ হাজার ১৭১ টন পেঁয়াজ আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আমদানিকারক জানিয়েছেন, মিয়ানমারেও পেঁয়াজের দাম বেড়ে গেছে। হয়তো আর কিছুদিন দেশটি থেকে পেঁয়াজ আসতে পারে।

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, মিয়ানমারের ব্যবসায়ীরা পেঁয়াজের দাম আগের চেয়ে বেশি নিচ্ছেন। তাই বাড়তি দামে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। এতে আগের তুলনায় পেঁয়াজের দাম বেড়েছে। তবে দাম কমাতে তারা নিজেরাও সর্বোচ্চ চেষ্টা করছেন বলে জানান এ ব্যবসায়ী নেতা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন