অনিল আম্বানির শিপইয়ার্ড কোম্পানির শেয়ারদরে ৬০০% উল্লম্ফন

বণিক বার্তা ডেস্ক

ভারতের শেয়ারবাজারে চাঙ্গা অবস্থায় রয়েছে রিলায়েন্স নেভাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। কোম্পানিটি ভারতের একসময়ের অন্যতম শীর্ষ ধনী অনিল আম্বানির ঋণভারে ন্যুব্জ ব্যবসায়িক গ্রুপের একটি প্রতিষ্ঠান। খবর ব্লুমবার্গ।

চলতি বছরের ৯ সেপ্টেম্বর থেকে কোনো সেশনেই আম্বানির শিপইয়ার্ড কোম্পানিটির শেয়ারদরে পতন দেখা যায়নি। বরং ঊর্ধ্বমুখী গতির সুবাদে কোম্পানিটির শেয়ারদর রেকর্ড নিম্ন ৯৫ পয়সা থেকে বেড়ে ৭ রুপি ৩১ পয়সায় দাঁড়িয়েছে, যা প্রায় ৬০০ শতাংশ উল্লম্ফন। ২০০৯ সালে লেনদেন শুরুর পর এবারই প্রথম দীর্ঘতম সময় কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী থাকল।

দেউলিয়াত্বের কাছে পৌঁছে যাওয়া অনিল আম্বানির জন্য শিপইয়ার্ড কোম্পানিটির ঘুরে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মুহূর্তে টিকে থাকার জন্য সরকারি প্রতিরক্ষা চুক্তির নগদ প্রবাহের ওপর নির্ভর করে থাকতে হচ্ছে অনিল আম্বানিকে।

এদিকে শেয়ারবাজারের ব্রোকারদের মতে, রিলায়েন্স নেভাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের শেয়ারের এ অগ্রগতির পেছনে ফাটকাবাজারিদের অবদান রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন