হংকং স্টক এক্সচেঞ্জে দৃঢ় যাত্রা আলিবাবার

বণিক বার্তা ডেস্ক

হংকং স্টক এক্সচেঞ্জে গতকাল দৃঢ়ভাবে যাত্রা করেছে চীনের বহুজাতিক কনগ্লোমারেট আলিবাবা গ্রুপ। বাজারটিতে লেনদেনের প্রথম দিনেই ইস্যু মূল্যের চেয়ে ৬ দশমিক ৯ শতাংশ বেশি দর দিয়ে শেয়ার বিক্রি হতে দেখা গেছে ই-কমার্স কনগ্লোমারেটটির। গতকাল নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের চেয়েও হংকংয়ে শেয়ারদর সামান্য বেশি ছিল। চলতি বছর নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আলিবাবার শেয়ার। খবর রয়টার্স।

হংকংয়ের বাজারে সেকেন্ডারি লিস্টিং থেকে অন্তত ১ হাজার ১৩০ কোটি ডলার সংগ্রহ করেছে চীনা ই-কমার্স জায়ান্টটি। হংকং স্টক এক্সচেঞ্জ থেকে ১ হাজার ২৯০ কোটি ডলার পর্যন্ত সংগ্রহ করা সম্ভব হবে আলিবাবার, যদি কোম্পানিটি লেনদেন শুরুর ৩০ দিনের মধ্যে ওভার-অ্যালোটমেন্ট সুবিধা কাজে লাগায়।

গতকাল সকালের পর হংকংয়ে আলিবাবার শেয়ার ১৮৮ দশমিক ১০ হংকং ডলারে লেনদেন হতে দেখা যায়, যা নিউইয়র্কের বাজারে শেয়ারপ্রতি ১৮৬ দশমিক ৩ হংকং ডলার দরের চেয়ে সামান্য বেশি। এশিয়ার বাজারটিতে লেনদেনের শুরুতে শেয়ারের ইস্যু মূল্য ছিল ১৭৬ হংকং ডলার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন