‘খালেদা জিয়া দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল’

বণিক বার্তা প্রতিনিধি,বাগেরহাট

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা আজম এমপি বলেছেন, খালেদা জিয়া দেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করেছিলেন। তিনি ক্ষমতায় থাকার সময়ে সচিবালয়ের ফাইল প্রথমে হাওয়া ভবনে যেত। সেখানে তারেক রহমান দেখার পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হত। এতে দেশের কোন উন্নয়ন সাধিত হয়নি।

অন্যদিকে শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে পরিচালনা করেছেন। বাংলাদেশকে দারিদ্রতম দেশ থেকে উন্নয়নশীল কাতারে নিয়ে গেছেন। শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে জেলার চিতলমারী উপজেলা চত্বরে অনুষ্ঠিত চিতলমারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলেনে প্রধান অতথিরি বক্তব্যে তিনি এসব কথা বলনে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার হাতে দেশ থাকলে দেশ এগিয়ে যাবে। দেশকে এগিয়ে নিতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে হবে। শেখ হাসিনার দর্শনে চলার জন্য সকল নেতাকর্মীকে দলীয় নির্দেশনা মেনে চলার আহবান জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. রিয়াজুল কবির কাওসার, এ্যাড. আমিরুল আলম মিলন এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. অশোক কুমার বড়াল, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. কামরুজ্জামান টুকু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন