ফেনীতে মাদক ব্যবসায়ীর দেড় বছরের কারাদণ্ড

বণিক বার্তা প্রতিনিধি, ফেনী

ফেনীতে ইসমাঈল হোসেন মাছুদ (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলামের আদালতে এ রায় প্রকাশ করা হয়।
 
আদালতের সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৬ অক্টোবর ফেনী শহরের ছালাহউদ্দিন সড়কের কাঠালিয়া পুকুর পাড় থেকে ইসমাঈল হোসেন মাছুদকে ৪০পিস ইয়াবা সহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

পরে এ ঘটনায় এসআই নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এমামলায় আদালত ৬ জনের স্বাক্ষী গ্রহণ শেষে রায় প্রকাশ করে।

রায়ে আসামি মাছুদের ১ বছর ৬ মাসের কারাদণ্ড ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণার দিন আসাসি পলাতক ছিলো। দণ্ডিত আসামি মাছুদ ফেনী পৌরসভার ফলেশ্বর এলাকার খাদিজা ভবনের ইউছুফ মিয়ার ছেলে।

ফেনী জজ কোটের পিপি হাফেজ আহাম্মদ আসামী মাছুদের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত দেড় বছরের সাজা দিয়েছে বলে নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন