হাইকোর্টের সামনে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ

বণিক বার্তা অনলাইন

রাজধানীতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে অবস্থান করলে এ সংঘর্ষ ঘটে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হাইকোর্টের সামনের সড়কে এ ঘটনা ঘটে।  তারা সড়কে অবস্থান নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় হাইকোর্ট এলাকাসহ আশপাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ প্রথমে তাঁদের সরে যেতে বলে। তবুও তারা সড়ক দখল করে রাখে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, পুলিশের দিকে ইটপাটকেল ছুড়ে মারা হলে পুলিশ বাঁশি ফুঁ দিয়ে তাদের ধাওয়া দেয়। পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সড়কের বেশ কিছু গাড়িও ভাঙচুর করা হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে ছত্রভঙ্গ হয়ে বিএনপির নেতা-কর্মীরা পল্টনের দিকে চলে যান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন