ঢাকা টাইমসের সম্পাদককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

বণিক বার্তা অনলাইন

দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময়-এর সম্পাদক আরিফুর রহমান দোলনের কাছে চাঁদা চেয়ে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন (এফজেএফ)।

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ।

হুমকি দাতাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে শাবান মাহমুদ বলেন, ‘দৈনিক ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলনের কাছে চাঁদা দাবি করা হয়েছে, তাকে জীবননাশের হুমকি দেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে থানায় জিডি করেছেন দোলন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলতে চাই, যারা হুমকি দিয়েছে, টেলিফোন রেকর্ড যাচাই করে চিহ্নিত করে তাদের অবিলম্বে গ্রেফতার করুন।’

সাংবাদিকদের জাতীয় সংগঠন বিএফইউজের শীর্ষ নেতা বলেন, ‘কোনো সাংবাদিকের ওপর হামলা চালানোর চেষ্টা করা হলে মিছিলে মিছিলে সারাদেশ প্রকম্পিত করা হবে।’

দোলনকে হুমকি দেয়ার প্রতিবাদ জানিয়ে শাবান মাহমুদ বলেন, ‘যদি তার কিছু হয়, তাকে নিরাপত্তাহীন রেখে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বজ্ঞানহীন আচরণ করে, তাহলে সারাদেশে সাংবাদিকরা জাগরণ সৃষ্টি করবে।’

‘সাংবাদিকদের হুমকি দিয়ে কলম স্তব্ধ করা যাবে না।’ বলেন বিএফইউজে মহাসচিব, ‘ বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত সাংবাদিকবান্ধব। তার শাসনামলে যদি কেউ সাংবাদিকদের ওপর আক্রমণের চেষ্টা করে তাহলে সারাদেশে প্রতিবাদের ঝড় উঠবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন বিএফইউজে নেতা শেখ মামুনুর রশিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) মহাসচিব সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।

প্রসঙ্গত, গত শনিবার দুপুরে ‘শীর্ষ সন্ত্রাসী শাহাদাত’ পরিচয়ে আরিফুর রহমান দোলনকে ফোন করে টাকা চাওয়া হয়। দুই দিনের মাথায় সোমবার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন পরিচয়ে আবার তাকে ফোন করে টাকা দাবি করা হয়। টাকা না পেলে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ ব্যাপারে ঢাকা টাইমস সম্পাদক রমনা মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন