চট্টগ্রাম-সিলেট ম্যাচ দিয়ে শুরু বিপিএল

ক্রীড়া প্রতিবেদক

 চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে ১১ ডিসেম্বর শুরু হবে বঙ্গবন্ধু বিপিএল টি২০ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিপিএলের বিশেষ আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম সিলেটে প্রকাশিত সূচি অনুযায়ী প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি

১১ ডিসেম্বর থেকে মাঠের লড়াই শুরু হলেও ডিসেম্বর বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসরের প্রথম পর্যায়ের খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এরপর দ্বিতীয় পর্যায়ের খেলাগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ধাপের ম্যাচগুলো ঢাকায় খেলে ফের দলগুলো চলে যাবে সিলেটে সেখানে ছয়টি ম্যাচ খেলে বিপিএল আবার ফিরে আসবে ঢাকায় কোয়ালিফায়ার, এলিমিনেটর ফাইনালের লড়াইগুলো হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই তিনটি ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে

শুক্রবার ছাড়া এবার বিপিএলের দিনের ম্যাচগুলো শুরু হবে দুপুর সাড়ে ১২টায় এবং বিকালের ম্যাচ শুরু হবে ৫টা ২০ মিনিটে শুক্রবার দিনের ম্যাচ শুরু হবে বেলা ২টায় এবং সন্ধ্যার ম্যাচ শুরু হবে ৭টায় সব দলই দিনের ম্যাচ খেলবে ৬টি, রাতেরও ৬টি

এবারের বিপিএলে প্রতিদ্বন্দ্বিতা করবে মোট সাতটি দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সিলেট থান্ডার ছাড়া বাকি দলগুলো হলো ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্স, কুমিল্লা ওয়ারিয়র্স, রাজশাহী রয়্যালস রংপুর রেঞ্জার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন