চীনে নিকেলের উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরে চীনে পরিশোধিত নিকেল উৎপাদন ১৫ শতাংশ বাড়তে পারে বলে জানিয়েছে চায়না নন-ফেরাস মেটালস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (সিএনআইএ) গত বছরের তুলনায় এ সময় উৎপাদন বেড়ে দাঁড়াতে পারে আট লাখ টনে। একই সময়ে দেশটিতে নিকেলের চাহিদা ১ শতাংশ বেড়ে দাঁড়াতে পারে ১৩ লাখ টনে। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে দেশটিতে কোবাল্টের উৎপাদন বাড়বে ১০ শতাংশ। এ সময় এর উৎপাদন দাঁড়াতে পারে ৯০ হাজার টনে। যেখানে চাহিদা গত বছরের তুলনায় ৭ শতাংশ বেড়ে দাঁড়াতে পারে ৭০ হাজার টনে।

সিএনআইএ বলছে, দ্রুত পরিবেশগত পরিবর্তন সত্ত্বেও চীনে নিকেল ও কোবাল্টের উৎপাদন কার্যক্রম স্থিতিশীল থাকবে।

এদিকে রাষ্ট্রীয় ধাতু বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান বেইজিং আন্তাইকি তাদের পূর্বাভাসে বলছে, ২০২৫ সালের মধ্যে নিকেলের ওপর নির্ভরশীল খাতগুলোয় ধাতুটির ব্যবহার কমে আসবে। এর মধ্যে ২০২৫ সালের মধ্যে মোট নিকেল চাহিদায় স্টেইনলেস স্টিল ও সংকর নিকেলের চাহিদা হিস্যা যথাক্রমে কমে দাঁড়াতে পারে ৬৬ শতাংশ ও ৮ শতাংশে, যেখানে ২০১৮ সালে হিস্যা ছিল ৭৬ শতাংশ ও ৯ শতাংশ। তবে ব্যাটারি খাতে নিকেলের হিস্যা ৪ শতাংশ থেকে বেড়ে এ সময় ১৭ শতাংশে পৌঁছতে পারে।

সিএনআইএ তাদের প্রাক্কলনে আরো জানিয়েছে, ২০২০ সালে চীনে ম্যাগনেসিয়ামের চাহিদা ৮ দশমিক ৩ শতাংশ বাড়বে। এ সময় ব্যবহারিক ধাতুটির চাহিদা বেড়ে দাঁড়াবে ৫ লাখ ২০ হাজার টনে, যেখানে চলতি বছরে চাহিদা ছিল ৪ লাখ ৮০ হাজার টনের মতো।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন