কৃতী শিক্ষার্থীদের বাফওয়া মেধাবৃত্তির চেক হস্তান্তর

রাজধানীর বিএএফ শাহীন হলে গতকাল ঢাকায় কর্মরত বিমান বাহিনীর সদস্যদের সন্তানদের ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি, এইচএসসি, ‘ লেভেল এবং লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) অনুষ্ঠানে বাফওয়ার সভানেত্রী ইয়াসমিন জামান প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ২৮৫ জন শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির চেক হস্তান্তর করেন। বৃত্তিপ্রদান অনুষ্ঠানে বাফওয়ার সহসভানেত্রী, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পত্নী, বিমান সদরের আমন্ত্রিত পরিচালক, ঢাকায় অবস্থিত বিএএফ শাহীন স্কুল ও কলেজের অধ্যক্ষ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৬৩ জন এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫, ২১৮ জন এসএসসি ও এইচএসসিতে সাধারণ জিপিএ ৫, তিনজন লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে গ্রেড এবং একজন লেভেল পরীক্ষায় দুটি বিষয়ে গ্রেডপ্রাপ্ত হয়।আইএসপিআর

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন