চুয়াডাঙ্গায় আবহাওয়া পরিমাপক ভারতীয় যন্ত্রপাতি উদ্ধার

বণিক বার্তা প্রতিনিধি চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদার দেউলী গ্রামে ভারত থেকে বেলুনের মাধ্যমে উড়ে আসা আবহাওয়া পরিমাপক যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে ওই গ্রামের একটি হ্যাচারির পাশ থেকে এসব যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, একটি বিশাল আকৃতির পলিথিনের বেলুন উড়ে এসে গ্রামের নুর মোহাম্মদের ছেলে আবুল কালামের গমের ক্ষেতে পড়ে। বিকালে আবুল কালাম তার গম ক্ষেতে সার দিতে গিয়ে বেলুনের সঙ্গে বিশেষ বক্স পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। বক্সের গায়ে ছোট আকৃতির ভারতীয় পতাকা আঁকা আছে। খবর পেয়ে পুলিশ এসে এসব যন্ত্রপাতি নিয়ে যায়।

দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, বক্সের গায়ে বাংলায় লেখা আছেবেলুন ফোলা অবস্থায় ধূমপান করবেন না, বক্সটিকে জলে ডোবাবেন না, লাঠি দিয়ে আঘাত করবেন না, আগুনে পোড়াবেন না। পুলিশ বা সংস্থার কর্তৃপক্ষ না আসা পর্যন্ত বক্সটিতে হাত দেবেন না, বক্সটি ক্ষতি বা আঘাত করা আইনত দণ্ডনীয় অপরাধ। বক্সটি বিপজ্জনক নয়। এতে আরো লেখা রয়েছে, ‘বক্সটি খুঁজে পেলে নিকটবর্তী থানায় অথবা গায়ে লেখা মোবাইল

নাম্বারে খবর দিন। এরই মধ্যে ভারতীয় কর্তৃপক্ষ এসব জিনিসের খোঁজ শুরু করেছে বলে আমাদের কাছে খবর রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন