যুব হকি দলের বিশ্বকাপ স্বপ্ন!

ক্রীড়া প্রতিবেদক

আগামী জুনে অনুষ্ঠিত হবে জুনিয়র এশিয়া কাপ, এটি একই সঙ্গে জুনিয়র বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথ। বিশ্বকাপ খেলার বড় লক্ষ্য নিয়েই এগোচ্ছে বাংলাদেশ। এরই প্রস্তুতির অংশ হিসেবে জানুয়ারিতে ওমান সফর করবে অনূর্ধ্ব-২১ দল।

গত অক্টোবরে ওমানের বিপক্ষে ঢাকায় পাঁচ ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। এবার ফিরতি সিরিজ খেলতে ওমান যাবে লাল-সবুজরা। ঢাকায় পাঁচ ম্যাচ সিরিজে ৪-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এবার ফিরতি সিরিজে সে দাপট ধরে রাখার চ্যালেঞ্জ!

ওমান আমাদের সঙ্গে ঢাকায় সিরিজ খেলে গেছে। ফিরতি সিরিজ খেলতে আমরা ওমান যাব। জানুয়ারির শেষ দিকে হবে এ সিরিজ’—গতকাল বণিক বার্তাকে বলছিলেন কোচ মামুনুর রশীদ। যোগ করেন, ‘জুনিয়র এশিয়া কাপে আমাদের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল খেলা। এ লক্ষ্য অর্জিত হলে আমরা ফাইনালে যাওয়ার চূড়ান্ত লক্ষ্যের দিকে মনোযোগ দেব।

জুনিয়র এশিয়া কাপের দুই ফাইনালিস্ট পরবর্তী জুনিয়র বিশ্বকাপ খেলার টিকিট পাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন