কোপা লিবার্তাদোরেস

লাতিন চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো

কোপা লিবার্তাদোরেস শিরোপা আর্জেন্টিনা থেকে গেল ব্রাজিলে। গতকাল বাংলাদেশ সময় ভোরে পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার রিভার প্লেটকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নিল ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো। ১৯৮১ সালের পর এ প্রথম কোপার শিরোপা জিতল ব্রাজিলের ঐতিহ্যবহুল ক্লাবটি।

লিমার ৮০ হাজার দর্শক ধারণক্ষম মনুমেন্টাল স্টেডিয়ামে ১৪ মিনিটেই গোল করে রিভার প্লেট সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান রাফায়েল স্যান্টোস বোরে। মাতিয়াস সুয়ারেজের পুল-ব্যাক থেকে গোলটি করেন তিনি। ২৪ বছর বয়সী কলম্বিয়ান এরপর দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেয়ার সুযোগ পান, যদিও তার শটে বল গোলপোস্টের ইঞ্চিখানেক দূর দিয়ে চলে যায়।

মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দু-দুবার সমতা আনার সুযোগ হারায় ফ্লামেঙ্গো। গ্যাব্রিয়েল বারবোসার শট রুখে দেন রিভার প্লেট গোলকিপার ফ্রাংকো আরমানি, একটু পর এভারটন রিবেইরোর শটও আটকা পড়ে ওই আরমানি দেয়ালে।

এরপর শেষ মুহূর্তের লড়াইয়ে জয় ছিনিয়ে নেয় ফ্লামেঙ্গো। দুটি গোলই করেন বারবোসা। ৮৯ মিনিটে সমতা আনার পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফ্লামেঙ্গোর জয় নিশ্চিত করেন ইন্টার মিলান থেকে ধারে খেলা এ স্ট্রাইকার।

লাতিন আমেরিকার শীর্ষ ক্লাব প্রতিযোগিতার এ ফাইনাল চিলির রাজধানী স্যান্টিয়াগো থেকে সরিয়ে লিমায় নেয়া হয়। মূলত চিলিতে সামাজিক অস্থিরতার জন্যই শেষ মুহূর্তের এ সিদ্ধান্ত। এছাড়া ১৯৮৮ সালের পর এ প্রথম কোপার ফাইনাল হলো এক ম্যাচের। গতবারও দুই লেগের ফাইনালে বোকা জুনিয়র্সকে হারায় রিভার প্লেট। বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন