এবার ভারতীয় ছবির প্রযোজনায় আরিফ-বিজন

ফিচার প্রতিবেদক

ভারতের গোয়ায় অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কো-প্রডাকশন মার্কেট ফিল্ম বাজারের বছরের আয়োজন। গত ২০ নভেম্বর শুরু হয় পাঁচ দিনব্যাপী আসর। বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতা-প্রযোজকদের জন্য এবারের আসরটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছর বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন উল্লেখযোগ্যসংখ্যক চলচ্চিত্র নির্মাতা-প্রযোজক। ফিল্ম বাজারে নিজেদের প্রকল্প নিয়ে গত কয়েক বছর টানা অংশগ্রহণ করছেন বাংলাদেশের প্রযোজক নির্মাতা আরিফুর রহমান বিজন ইমতিয়াজ। এবার আরো এক ধাপ এগিয়ে কো-প্রডাকশন মার্কেটে তাদের প্রযোজিত একা নামের একটি ভারতীয় ছবির প্রকল্প জায়গা পেয়েছে। গতকাল টকিজের মুখোমুখি হয়ে আরিফুর রহমান জানালেন ফিল্ম বাজার তাদের নতুন প্রকল্প নিয়ে—  

বছর ভারতের ফিল্ম বাজারে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশী তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রযোজক অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এর গুরুত্ব কেমন?

আমাদের অঞ্চলের চলচ্চিত্র নির্মাতাদের জন্য ভারতের ফিল্ম বাজার খুব গুরুত্বপূর্ণ। কারণ কাছাকাছি বড় পরিসরে এমন কোনো মার্কেট নেই, যেখানে খুব সহজেই এখানকার চলচ্চিত্রসংশ্লিষ্টরা তাদের স্বপ্ন-ভাবনা নিয়ে অংশগ্রহণ করতে পারেন। এশিয়ার মধ্যে এশিয়ান প্রজেক্ট মার্কেট এবং হাফসহ (হংক এশিয়ান ফিল্ম ফিন্যান্সিং ফোরাম) বেশ কয়েকটি মার্কেট আছে। কিন্তু আসতে-যেতে যে খরচের প্রয়োজন, তা মেটানো আমাদের মতো দেশের স্বাধীন নির্মাতাদের জন্য রীতিমতো কঠিন। বিচারে পাশ্বর্বর্তী দেশ ভারতে আয়োজিত ফিল্ম বাজার তুলনামূলক সহজসাধ্য। ফলে সাব-কন্টিনেন্টের নির্মাতারা তাদের ছবির প্রকল্প পিচ করার জন্য জায়গাটিকে অন্যতম প্রধান বিবেচনায় রাখেন।

ফিল্ম বাজার থেকে আপনাদের অর্জন কেমন?


অনেক অনেক। আমাদের মাটির প্রজার দেশে ছবিটি ফিল্ম বাজারে প্রথমবারের মতো রিকমেন্ডেশন সেকশনে ছিল। সুবাদে সেখানে অনেক প্রোগ্রামারের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। তাদের মাধ্যমে বিভিন্ন দেশের উৎসবে আমাদের ছবি প্রদর্শিত হয়েছে। পরের বছরগুলোয় লাইভ ফ্রম ঢাকা ট্রি অব নলেজ ছবির প্রকল্প নিয়ে এখানে অংশ নিয়েছি। ট্রি অব নলেজ ছবিটি নির্মাণ করছে বাংলাদেশের তরুণ নির্মাতা ফজলে রাব্বি মৃধা, এটা ওর প্রথম ছবি। ছবিটিকে আমরা ওয়ার্কিং প্রজেক্ট হিসেবে নিয়ে গিয়েছিলাম। ছবিটি ওখানে অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রামার দেখেছেন এবং আগ্রহ প্রকাশ করেছেন। আশা করছি, এর পোস্ট-প্রডাকশনের কাজ শেষ হলে ভালো ভালো উৎসবে যাবে। এছাড়া এখানকার প্রোগ্রামার, ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ, সেলস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন