এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরামে শিক্ষামন্ত্রী

শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ চাকরির বাজারের উপযোগী হিসেবে গড়ে তুলতে পারছে না। নিয়োগদাতারা অভিযোগ করেন, তারা দক্ষ জনবল পাচ্ছেন না। সমস্যা মোকাবেলায় বিশ্ববিদ্যালয়গুলো যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে গতকাল ১৮তম এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরাম-২০১৯ (এইউপিএফ-২০১৯)-এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কথা বলেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে এবং বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সহযোগিতায় বাংলাদেশে প্রথমবারের মতো এইউপিএফ অনুষ্ঠিত হচ্ছে। ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির ভাইস চেয়ারম্যান প্রফেসর . আবদুল মান্নান চৌধুরী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড বিজনেস এনজেলস ইনভেস্টমেন্ট ফোরামের চেয়ারম্যান বেইবার্স আলতুনতাস। আরো বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান . মো. সবুর খান, এইউপিএফের পক্ষে দক্ষিণ কোরিয়ার দং সিউ ইউনিভার্সিটির প্রেসিডেন্ট . জেককি চ্যাং, এইউপিএফ-২০১৯-এর আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর . এসএম মাহাবুব-ঊল হক মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো এইউপিএফ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যা নিঃসন্দেহে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি বিশেষ সুযোগ। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে জ্ঞান বিনিময় করতে পারবে।

সময় তিনি এইউপিএফ আয়োজন করার জন্য ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন জনমিতির সুবিধা ভোগ করছে। সুবিধা পুরোপুরি কাজে লাগাতে হলে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।

স্বাগত বক্তব্যে . মো. সবুর খান বলেন, বাংলাদেশে এখন শতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে প্রায় অর্ধশতাধিক। বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এক ধরনের বিপ্লব চলছে এখন। সময় সবচেয়ে গুরুত্ব আরোপ করা উচিত গুণগত শিক্ষার ওপর। এইউপিএফ এমন একটি সংগঠন, যেটি উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে কাজ করে। বাংলাদেশে প্রথমবারের মতো এইউপিএফ সম্মেলন আয়োজন করতে পেরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় গর্বিত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন