ডিজিটাল বাংলাদেশ সামিট ২০১৯ অনুষ্ঠিত

চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে চতুর্থ শিল্পবিপ্লবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

দেশে সব খাতে দ্রুত ডিজিটাল রূপান্তর ঘটছে। এসব পরিবর্তনও দৃশ্যমান। আগামী দিনগুলোতে চতুর্থ শিল্পবিপ্লবের অংশ হিসেবে গুরুত্ব দিতে হবে স্মার্ট সিটি, স্মার্ট কৃষি, স্মার্ট ক্যাম্পাস তথ্যায়নকে। গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ডিজিটাল সামিট ২০১৯- এসব বিষয় তুলে ধরেন আলোচকরা।

দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। আর সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আইইবির চেয়ারম্যান আবদুস সবুর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন প্রমুখ।

সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন দীর্ঘ স্বপ্ন নয়, এটি এখন বাস্তবতা। বাংলাদেশের অধিকাংশ কাজ এখন ডিজিটাল ফরমেটে সম্পন্ন হয়ে থাকে। অনেক দেশ থেকে বাংলাদেশ ডিজিটাল প্রক্রিয়ায় এগিয়ে আছে। বাংলাদেশ এখন চতুর্থ শিল্পবিপ্লবের অবস্থান করছে। স্মার্ট কৃষি, স্মার্ট সিটি, স্মার্ট ক্যাম্পাস তথ্যায়নকে প্রযুক্তির সর্বশেষ সুবিধার আওতায় এনে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। চতুর্থ শিল্পবিপ্লবকে ফলপ্রসূ করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

সমাপনী অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা শিশুদের মধ্যে তথ্যপ্রযুক্তির আগ্রহ তৈরি করতে প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু করেছি। তাদের সঠিকভাবে দিকনির্দেশনা দিয়ে এগিয়ে নিচ্ছি ভবিষ্যৎ পৃথিবীর জন্য প্রস্তুত করতে। এছাড়াও তরুণদের তথ্যপ্রযুক্তি বিভাগ থেকে নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হচ্ছে। আমরা এখন পণ্যের উৎপাদন বাড়াতে এবং সেটা কতটা কম খরচে করা যায় সেটা নিয়ে কাজ করছি। সেজন্য প্রতিটি খাতে ব্যবহার করা হচ্ছে প্রযুক্তির সর্বশেষ সব উদ্ভাবন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য . মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর, চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট লিলি গং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মামুনুর রশীদ, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাহফুজুল ইসলাম, সামিটের আহ্বায়ক অধ্যাপক মো. রশীদুল হাসান, এআইআইএম গ্লোবাল লিমিটেডের সিইও সৈয়দ আকরাম হোসেন প্রমুখ।

দিনব্যাপী সামিটটি যৌথভাবে আয়োজন করেছে এশিয়ান নেটওয়ার্ক অব সাউথ ভলান্টিয়ার্স সোসাইটি (এএনওয়াভি), দ্য চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন, বঙ্গবন্ধু

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন