গোলাপি বলেও অনন্য কোহলি

ক্রীড়া প্রতিবেদক

৮০তম ওভার শেষেই দ্বিতীয় নতুন বল নেয় বাংলাদেশ নতুন বলে প্রথম ওভার করতে আসেন পেসার এবাদত হোসেন প্রথম বলেই চার মেরে তাকে স্বাগত জানান বিরাট কোহলি লেগ সাইডে করা তৃতীয় বল ফ্লিক করে ডিপ স্কয়ার লেগের দিকে পাঠালেন ভারতীয় অধিনায়ক শুরুতে বুঝতে একটু ভুল করলেও পরে দারুণ এক ক্যাচে কোহলির বিদায় নিশ্চিত করেন তাইজুল এতে একটু হলেও স্বস্তি ফিরে আসে বাংলাদেশ শিবিরে অবশ্য ফেরার আগে ঠিকই ইতিহাস লিখে গেলেন কোহলি ভারতের হয়ে গোলাপি বলে প্রথম সেঞ্চুরিয়ান যে তিনিই সে সঙ্গে শতকে গড়েছেন একাধিক মাইলফলকও

এর আগে ইন্দোরে ভারত বড় জয় পেলেও রানের খাতা খুলতে পারেননি কোহলি কোনো রান করার আগেই তাকে ফিরিয়ে দিয়েছিলেন আবু জায়েদ রাহী সেই ম্যাচে না পারলেও ইডেনের দিবা-রাত্রির টেস্টে ঠিকই জ্বলে উঠলেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান তাইজুলের করা ৬৮তম ওভারের তৃতীয় বলটি স্কয়ার লেগে পাঠিয়ে নিজের ২৭তম শতকটি আদায় করে নেন কোহলি যেটি আবার অধিনায়ক হিসেবে তার ২০তম টেস্ট শতক তবে সব ফরম্যাট মিলিয়ে অধিনায়ক হিসেবে এটি কোহলির ৪১তম শতক সেঞ্চুরিতেই যে তিনি সন্তুষ্ট নন, তা বুঝিয়ে দিতেও খুব বেশি সময় নিলেন না মাইলফলক অর্জনের পর কিছুটা মারমুখী হয়েই খেলতে শুরু করলেন রাহীর করা ৭১তম ওভারে টানা চার বলে চারটি চারে নিলেন ১৬ রান, সেই এক ওভারেই এল ১৯ এরপর অবশ্য একটু লাগাম দিলেন ঝড়ো ব্যাটিংয়ে ইঙ্গিত দিচ্ছিলেন ইনিংসটাকে আরো লম্বা করার তবে নতুন বলে এবাদতের শিকারে পরিণত হওয়ায় ১৩৬ রানেই থামতে হয় তাকে ১৯৪ বলে ১৮ চারে রান করেন তিনি এটি বাংলাদেশের বিপক্ষে কোহলির দ্বিতীয় সেঞ্চুরি এর আগে ২০১৭ সালে হায়দরাবাদে ২০৪ রানের ইনিংস খেলেছিলেন ব্যাটিং জিনিয়াস পাশাপাশি ইডেনেও এটি কোহলির দ্বিতীয় শতক সেই ২০১৭ সালেই শ্রীলংকার বিপক্ষে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি

আগের দিন ৫৯ রানে অপরাজিত ছিলেন কোহলি সেখান থেকেই দ্বিতীয় দিন যাত্রা  করেন সেঞ্চুরির পথে বাংলাদেশী বোলারদের খেলতে থাকেন বেশ সাবলীলভাবেই এর মাঝে অর্ধশতকের পর সঙ্গী আজিঙ্কা রাহানে ফিরলেও কোহলি ছিলেন লক্ষ্যের পথে অবিচল রাহানে-কোহলি জুটি থেকে আসে ৯৯ রান রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে নিজের শতকে পৌঁছতে খেলেন ১৫৯ বল

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন