শ্রীপুরে ওষুধ কারখানায় আগুন

বণিক বার্তা প্রতিনিধি শ্রীপুর

 গাজীপুরের শ্রীপুর উপজেলায় ওষুধ কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে গত শুক্রবার বিকাল ৫টায় গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার সন্ধ্যা অর্গানিক হেল্থ কেয়ার লিমিটেড নামের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে শ্রীপুর, গাজীপুর, টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সাড়ে ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে

ফায়ার সার্ভিসের গাজীপুর- জোনের উপসহকারী পরিচালক মানিক উজ্জামান জানান, গত শুক্রবার বিকাল ৫টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার সন্ধ্যা অর্গানিক হেল্থ কেয়ার লিমিটেডের রাসায়নিকের গুদামে আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি, জয়দেবপুর টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে

তিনি আরো জানান, প্রথমে দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কিন্তু তীব্রতা বেশি থাকায় আরো তিনটি ইউনিট আনা হয় প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কারখানার দ্বিতীয় তলায় থাকা রাসায়নিকের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় দ্রুতই আগুন পুরো কারখানায় ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গাজীপুর টঙ্গীসহ পাঁচটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় রাত সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হওয়ায় বাইরে থেকে আগুনের উৎসস্থল বোঝা যাচ্ছিল না আগুনের কারণ ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাত্ক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি

অর্গানিক হেল্থ কেয়ার লিমিটেড কারখানার প্রজেক্ট ম্যানেজার শাহ মোহাম্মদ ইউসুফ জানান, কারখানা ভবনের দ্বিতীয় তলায় মোড়ক, লেবেলসহ ওষুধ প্যাকেটজাত, ওষুধ তৈরির কাঁচামাল গুদামজাত করা ছিল গত শুক্রবার সন্ধ্যায় ওই কারখানার গুদামে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয় শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি, জয়দেবপুর টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন