বিশ্বব্যাংক থেকে ৩০০ কোটি ডলার চাইছে নাইজেরিয়া

বণিক বার্তা ডেস্ক

বিদ্যুৎ খাতে ঋণ সংকটে জর্জরিত হয়ে বিশ্বব্যাংকের কাছে ৩০০ কোটি ডলার সহায়তা চাইছে নাইজেরিয়া। জাতীয় গ্রিডে যেসব কোম্পানি কাজ করছে, তারা বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর ব্লুমবার্গ।

বিদ্যুৎ খাতকে চাঙ্গা করতে বিশ্বব্যাংকের কাছে সহায়তা চেয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি সরকার। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর শুভম চৌধুরী তথ্য নিশ্চিত করেন। ২০ কোটি জনসংখ্যা অধ্যুষিত আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটি নাগরিকদের বিদ্যুৎ চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। ২০১৩ সালে রাষ্ট্রনিয়ন্ত্রিত কোম্পানিগুলো বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করার পরও পরিস্থিতির উন্নতি ঘটেনি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, উদীয়মান অন্যান্য অর্থনীতির তুলনায় নাইজেরিয়ার মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ১৫ শতাংশ কম। এছাড়া সাব সাহারান আফ্রিকার গড় থেকে তা ২৫ শতাংশ কম বলে জানায় আইএমএফ। বিভিন্ন সংকট সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার বিদ্যুৎ সক্ষমতা নাইজেরিয়ার চেয়ে তিন গুণ বেশি।

নাইজেরিয়ার প্রায় প্রত্যেক ভোক্তাই নিয়মিত বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটরের ওপর নির্ভরশীল। এতে ব্যবসায় ব্যয় লক্ষণীয় হারে বৃদ্ধি পাচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন