বৃহত্তম ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ উন্মোচন বোয়িংয়ের

বিশ্বব্যাপী গ্রাউন্ডেড থাকার পরও ৭৩৭ ম্যাক্স সিরিজের বৃহত্তম উড়োজাহাজ উন্মোচন করল বোয়িং। শুক্রবার ওয়াশিংটনের রেন্টন কারখানায় কর্মীদের সামনে উড়োজাহাজটি উন্মোচন করে মার্কিন উড়োজাহাজ নির্মাতা জায়ান্টটি। কোম্পানির ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ সময়ে ৭৩৭ ম্যাক্স ১০ নামের বৃহত্তম উড়োজাহাজটি নিয়ে এল বোয়িং। ম্যাক্স ১০ এরই মধ্যে ৫৫০টিরও বেশি ক্রয়াদেশ পেয়েছে। ম্যাক্স ১০ উড়োজাহাজে ১৮৮ থেকে ২০৪ যাত্রী বহন করা যাবে। পাঁচ মাসের মধ্যে দুটি মারাত্মক দুর্ঘটনায় ৩৪৬ যাত্রীর প্রাণহানিতে বিশ্বব্যাপী ৭৩৭ ম্যাক্স গ্রাউন্ডিংয়ের নির্দেশ দেয় জাতীয় আন্তর্জাতিক এভিয়েশন নীতিনির্ধারকরা। দুটি দুর্ঘটনাতেই একটি সফটওয়্যার ত্রুটি ভূমিকা রেখেছে বলে তদন্তে বেরিয়ে এসেছে। সফটওয়্যার ত্রুটি সমাধান করে নীতিনির্ধারকদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বোয়িং। গত ১১ নভেম্বর কোম্পানিটি আশা প্রকাশ করে আগামী ডিসেম্বর নাগাদ ৭৩৭ ম্যাক্স পুনরায় বিক্রির অনুমোদন পাবে। কিন্তু কোনো সুনির্দিষ্ট সময়সীমার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি বলে জানান কর্মকর্তারা। বণিক বার্তা ডেস্ক

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন