যুবলীগের সপ্তম সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় সম্মেলন আজ। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সংগঠনটির ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচন করা হবে।

সম্প্রতি যুবলীগের বেশ কয়েক নেতার বিরুদ্ধে ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠলে ইমেজ সংকটে পড়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনটি। অবস্থায় সংগঠনের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি পান ওমর ফারুক চৌধুরী, বহিষ্কৃত হন গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর অন্তত এক ডজন নেতা। এমন পরিস্থিতিতে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করে হারানো ইমেজ পুনরুদ্ধার করতে চাইছে সংগঠনটি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, যুবলীগের চেয়ারম্যান পদে দায়িত্ব পেতে যাচ্ছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মণির বড় সন্তান শেখ ফজলে শামস পরশ। তবে সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

চেয়ারম্যান পদে আলোচনায় থাকা শেখ ফজলে শামস পরশ রাজধানীর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষে যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে ফের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, চেয়ারম্যান পদে শেখ ফজলুল হক মণির বড় ছেলে শেখ ফজলে শামস পরশ, ছোট ছেলে শেখ ফজলে নূর তাপস এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূর--আলম চৌধুরীর (লিটন চৌধুরী) বিষয়ে প্রাথমিকভাবে চিন্তা ছিল দলের হাইকমান্ডের। তাদের সঙ্গে বিষয়ে কথাও বলা হয়েছিল। কিন্তু সে সময় তাদের কেউই পদে আসতে আগ্রহ প্রকাশ করেননি। ঢাকা-১২ আসনের সংসদ সদস্য তাপস আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব। অন্যদিকে লিটন চৌধুরী আওয়ামী লীগের সংসদীয় দলের সাধারণ সম্পাদক। প্রথম দিকে পরশ আগ্রহ প্রকাশ না করলেও পরে আগ্রহী হন তিনি।

বিষয়ে জানতে চাইলে গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যুবলীগের নেতৃত্ব নির্বাচন করবেন কাউন্সিলররা। তাদের মধ্যে আলাপ-আলোচনা হবে। তাদের সম্মতিতে পরবর্তী নেতৃত্ব আসবে। এখানে অবশ্যই আমাদের অভিভাবক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মূল্যবান পরামর্শ আমরা নেব। এখানে কে নেতা হবেন মুহূর্তে তা বলতে পারছি না।

জানা গেছে, যোগ্য-ত্যাগী নেতা বের

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন