দুই ‘কনকাশন সাব’ ছিটকে গেলেন লিটন-নাঈম

ক্রীড়া প্রতিবেদক

 গোলাপি বলের টেস্টে ১০৬ রানেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস ইডেনে অবশ্য বিপদ একা আসেনি বাংলাদেশ শিবিরে  ব্যাটিং ব্যর্থতার সঙ্গে  নিয়ে এসেছে চোটের হানাও এক টেস্টেই এখন বাংলাদেশকে দেখতে হচ্ছে দুই কনকাশন সাব যেখানে প্রথম দিনই কলকাতা টেস্ট থেকে ছিটকে গেলেন লিটন দাস নাঈম হাসান কনকাশন পদ্ধতিতে দুজনের বদলে দলে এসেছেন মেহেদী হাসান মিরাজ তাইজুল ইসলাম লিটন নাঈম আঘাত পেয়েছেন মোহাম্মদ শামির বলে

মূলত কোনো খেলোয়াড় যদি মাথায় কিংবা ঘাড়ে আঘাত পান, তবে সেই খেলোয়াড়ের বদলি হিসেবে স্কোয়াডে থাকা আরেকজন খেলোয়াড় তার জায়গা নেবেন তবে দুজন খেলোয়াড়কে লাইক টু লাইক অর্থাৎ একই রকম হতে হবে যেমন লিটন দাস আঘাত পেয়ে মাঠ ছেড়ে গেলে তার বদলে দলে এসেছেন মিরাজ তবে লিটন যেহেতু বোলিং করেন না, তাই মিরাজও ম্যাচে বোলিং করতে পারবেন না কেবল ব্যাটিং এবং ফিল্ডিং করতে পারবেন একইভাবে মাথায় আঘাত পাওয়া নাঈমের বদলে দলে এসেছেন তাইজুল ইসলাম দুজনই স্পিনার হওয়ায় তাইজুলকে অবশ্য কোনো সমস্যায় পড়তে হচ্ছে না

এদিকে আঘাত পাওয়া দুই ক্রিকেটার লিটন নাঈমকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন