এসএ গেমস ফুটবল

চ্যাম্পিয়নদের সঙ্গী বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

 এসএ গেমস ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন নেপালের গ্রুপসঙ্গী হলো বাংলাদেশ গ্রুপের আরেক দল ভুটান ভারত ফুটবল দল পাঠাচ্ছে না এমন গুঞ্জন শোনা গেছে শেষ পর্যন্ত গত আসরের রানার্সআপদের নিয়েই গ্রুপিং সম্পন্ন হয়েছে বি গ্রুপে ভারতের সঙ্গী মালদ্বীপ শ্রীলংকা

ডিসেম্বর স্বাগতিক নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হবে লাল-সবুজরা এসএ গেমস সামনে রেখে ফুটবল দলের অনুশীলন নিয়ে চলছে জটিলতা অলিম্পিক দলে থাকা আট ফুটবলারকে ছাড়তে অসম্মতি জানিয়েছে বসুন্ধরা কিংস প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য ৩০ নভেম্বরের আগে ফুটবলারদের ছাড়তে রাজি নয় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা কিন্তু সূচি চূড়ান্ত হয়ে যাওয়ায় নতুন করে ক্লাবটির সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ

ডিসেম্বর প্রথম ম্যাচ কারণে আমরা বসুন্ধরা কিংস কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসব যাতে তারা ফুটবলারদের জাতীয় দলের জন্য ছেড়ে দেয় তা করা হলে আমরা ২৬ বা ২৭ নভেম্বর নেপালে গিয়ে প্রস্তুতি শুরু করতে পারব’—গতকাল গণমাধ্যম কর্মীদের বলছিলেন বাফুফে সাধারণ সম্পাদক

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন