রাজবাড়ীর দুই নৌরুট

জৌকুড়ায় নাব্য সংকট দৌলতদিয়ায় কুয়াশা

বণিক বার্তা প্রতিনিধি রাজবাড়ী

 নাব্য সংকট ঘন কুয়াশায় নৌযান চলাচল ব্যাহত হচ্ছে রাজবাড়ীর দুই নৌরুটে এর মধ্যে পদ্মা নদীতে নাব্য সংকটে জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে বৃহস্পতিবার থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে আর কুয়াশার কারণে গতকাল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল দেড় ঘণ্টা বন্ধ ছিল এতে ভোগান্তিতে পড়েছেন দুই নৌরুট দিয়ে চলাচলকারীরা

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক জনপথ অধিদপ্তরের (সওজ) অধীন রাজবাড়ীর জৌকুড়া থেকে পাবনার নাজিরগঞ্জ পর্যন্ত বিস্তৃত নৌরুটে দুটি ছোট ফেরি, দুটি লঞ্চ ১২টি ইঞ্জিনচালিত ট্রলার চলাচল করে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা সিরাজগঞ্জে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম নৌরুট পদ্মা

নদীতে নাব্য সংকটের কারণে বৃহস্পতিবার থেকে রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয় কারণে লঞ্চ ট্রলারে যাত্রী পার করা হচ্ছে আর পণ্যবাহী যানবাহন যাতায়াত করছে কুষ্টিয়া হয়ে

গতকাল সরেজমিন জৌকুড়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় দুটি লঞ্চ ট্রলারে যাত্রী পার করা হচ্ছে সময় ওমর আলী শেখ নামের এক ব্যক্তি বলেন, আমি একটি কাজে রাজবাড়ী এসেছিলাম এখন আবার পাবনা ফিরে যাব জৌকুড়া ঘাটে এসে প্রায় ঘণ্টা বসে আছি ট্রলারে যাত্রী পরিপূর্ণ হলে ছাড়া হবে

জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তাফিজুর রহমান শরিফের প্রতিনিধি মো. সোহেল রানা বলেন, পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি কমে যাওয়ায় বিভিন্ন স্থানে চর জেগেছে তাছাড়া জৌকুড়া ফেরিঘাট মেরামত নাজিরগঞ্জ ঘাট স্থানান্তরসহ খননকাজ করছে সওজ কারণে বন্ধ রয়েছে ফেরি চলাচল

রাজবাড়ী সওজের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন জানান, পদ্মার পানি অস্বাভাবিক হারে কমে যাওয়ায় চর জেগেছে এজন্য ফেরি চলাচলে সমস্যা হচ্ছে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখে জৌকুড়া ঘাট মেরামতের কাজ করা হচ্ছে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে ২৫ নভেম্বর পর্যন্ত রুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে

এদিকে ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে মানিকগঞ্জের পাটুরিয়া পর্যন্ত বিস্তৃত নৌরুটের ফেরি চলাচল গতকাল সকাল ৬টা থেকে দেড় ঘণ্টা বন্ধ ছিল এতে ঘাট এলাকায় নদী পার হতে আসা যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অধীনে রুটে ফেরি চলাচল করে

বিআইডব্লি??

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন