আবার শাটলে গান গেয়ে বিশ্ববিদ্যালয়ে যেতে চান তথ্যমন্ত্রী

বণিক বার্তা প্রতিনিধি চবি

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষের শিক্ষার্থী থাকাকালে বন্ধুদের নিয়ে শাটল ট্রেনের বগিতে গলা ছেড়ে গান গেয়ে ক্যাম্পাসে যেতাম অনেক বন্ধু তখন গান গাইতেন, যারা এখন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা তাই তাদের নাম বলে লজ্জা দিতে চাই না এখনো মনে হয়, সেই বন্ধুদের নিয়ে শাটলে গান গেয়ে যদি বিশ্ববিদ্যালয়ে যেতে পারতাম! ব্যস্ততার কারণে হয়ে ওঠে না এমন দিন আর কখনো আসবে কিনা জানি না তবে আমি এমন দিন আবারো ফিরে পেতে চাই গতকাল দুপুরে চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত প্রথম পুনর্মিলনী উৎসবে ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে এমন অনুভূতি ব্যক্ত করেন রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী তথ্যমন্ত্রী . হাছান মাহমুদ উৎসব উপলক্ষে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে দিনব্যাপী মিলনমেলার আয়োজন করা হয়েছে এতে বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে ৪৯তম ব্যাচের আট হাজারের বেশি প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন

তথ্যমন্ত্রী . হাছান মাহমুদ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে প্রকৃতি অপরূপ সাজে সাজিয়েছে আমি পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, কিন্তু প্রকৃতির মনোরম পরিবেশের এমন বিশ্ববিদ্যালয় পৃথিবীর খুব অল্প দেশে আছে প্রকৃতি নিজের কোলে লালন করছে বিশ্ববিদ্যালয়কে আমরা চেয়েছিলাম, বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে আশা করি, ভবিষ্যতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্যাম্পাসেই অনুষ্ঠানের আয়োজন করবে

সরকারের সাবেক মুখ্য সচিব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল করিমের সভাপতিত্বে এবং পুনর্মিলনী উদযাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিনের

সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . শিরীণ আখতার, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউজ রানা, সাবেক অর্থ সচিব মোসলেম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দীন আহমেদ, চাকসুর সাবেক ভিপি সাবেক সংসদ সদস্য মাজাহারুল হক শাহ চৌধুরী, সাবেক ভিপি নাজিম উদ্দিন, সাবেক সচিব অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোরশেদুল আলম

বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ছাড়াও প্রাক্তন চার উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান, অধ্যাপক . এম বদিউল আলম, অধ্যাপক . মো. আলাউদ্দিন অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল হক প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহম্মদ চৌধুরী

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন