আরএন স্পিনিং মিলস

গোয়িং কনসার্ন হিসেবে কার্যক্রম পরিচালনার সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক

 কারখানায় অগ্নিকাণ্ডের কারণে ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরে আরএন স্পিনিং মিলস লিমিটেডের নিট লোকসান ৬০৭ কোটি ১১ লাখ ১৪ হাজার টাকা হওয়ায় গোয়িং কনসার্ন হিসেবে কার্যক্রম পরিচালনার সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছে কোম্পানিটির নিরীক্ষক মাহফেল হক অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস

চলতি বছরের এপ্রিল কুমিল্লা ইপিজেডে আরএন স্পিনিংয়ের কারখানায় আগুন লাগে আগুনে কারখানাটির অ্যাক্রিলিক কটন সেকশন পুড়ে যায় ফলে বন্ধ হয়ে যায় উৎপাদন কার্যক্রম অগ্নিকাণ্ডের কারণে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত কোম্পানির স্থায়ী সম্পদ ইনভেন্টরি লোকসান মিলিয়ে মোট লোকসান দাঁড়িয়েছে ৬১২ কোটি ৩২ লাখ ৮১ হাজার ৯৮৯ টাকা তবে কোম্পানিটির স্থায়ী সম্পদ ইনভেন্টরি ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বীমা সুরক্ষার আওতায় রয়েছে বীমা কোম্পানিটি এখনো ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছে কাজ শেষ হলেই বীমা দাবির বিষয়টি নিষ্পত্তি হবে 

উৎপাদনে যাওয়া কোম্পানির সার্বিক পরিস্থিতি নিয়ে আরএন স্পিনিংয়ের কোম্পানি সচিব হান্নান মোল্লা বণিক বার্তাকে বলেন, বীমার টাকা না পেলে আমরা উৎপাদন শুরু করতে পারছি না কারণ উৎপাদন শুরুর জন্য নতুন যন্ত্রপাতি, বিল্ডিং স্থাপন করা লাগবে আর এর জন্য অর্থ প্রয়োজন সুতরাং কবে থেকে উৎপাদন শুরু হবে, তা এখনো নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না বিষয়টি বীমার টাকা পাওয়ার ওপর নির্ভর করছে

৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি আরএন স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৫ টাকা ৪৭ পয়সা আগের বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৫৩ পয়সা ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে টাকা ২১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৮ টাকা ৩৪ পয়সা

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি সে হিসাব বছর কোম্পানিটির ইপিএস ছিল ৫৮ পয়সা ২০১৭ হিসাব বছরের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন আরএন স্পিনিংয়ের শেয়ারহোল্ডাররা

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আরএন স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪০ পয়সা আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ইপিএস হয়েছিল ২১ পয়সা ৩০ সেপ্টেম্বর কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮০ পয়সা

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন