লভ্যাংশ দেবে না সাফকো স্পিনিং

নিজস্ব প্রতিবেদক

 লোকসানের কারণে ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৯ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪১ পয়সা ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২৩ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৭ টাকা ৬৭ পয়সা

সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা পর্যালোচনা অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জের মাধবপুরে সাফকো স্পিনিং মিলসের কনফারেন্স হলে কোম্পানিটির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছ -সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ ডিসেম্বর

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল সাফকো স্পিনিং তার আগে ২০১৭ হিসাব বছরে শতাংশ ২০১৬ সালের ৩০ জুন ১৮ মাসে সমাপ্ত হিসাব বছরে শতাংশ হারে স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সাফকো স্পিনিং শেয়ারের সর্বশেষ দর ছিল ১১ টাকা ৫০ পয়সা, যা আগের দিনের চেয়ে ২০ পয়সা বা দশমিক ৭৭ শতাংশ বেশি সমাপনী দর ছিল ১১ টাকা ৭০ পয়সা দিনভর শেয়ারটির দর ১১ টাকা ২০ পয়সা থেকে ১১ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে এদিন ২৩১ বারে কোম্পানিটির মোট লাখ ৬৫ হাজার ১১৫টি শেয়ার লেনদেন হয় গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১০ টাকা ৩০ পয়সা ২৫ টাকা ২০ পয়সা

২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা পরিশোধিত মূলধন ২৯ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকা রিজার্ভে রয়েছে ২৩ কোটি টাকা মোট শেয়ারসংখ্যা কোটি ৯৯ লাখ ৮১ হাজার ৭১৬ এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩০ শতাংশ শেয়ার এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে দশমিক ৭৫ শতাংশ সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে বাকি ৬৮ দশমিক ২৫ শতাংশ শেয়ার রয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন