প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও প্রতিবেদকের বক্তব্য

গত ২০ নভেম্বর বুধবার বণিক বার্তার শেয়ারবাজার পাতায় প্রকাশিত হিসাব মান লঙ্ঘন করে মুনাফা বেশি দেখিয়েছে ওয়াটা কেমিক্যালস শীর্ষক সংবাদের ব্যাখ্যা দিয়েছে কোম্পানিটি ওয়াটা কেমিক্যালসের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. আলী আহসান স্বাক্ষরিত লিখিত ব্যাখ্যায় বলা হয়েছে, প্রকাশিত সংবাদের তৃতীয় অনুচ্ছেদে কোম্পানিটি ৮৩ কোটি হাজার ৬১৩ টাকা অবচয় কম ধার্য করেছে উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয় প্রকৃতপক্ষে এটি ৮৩ লাখ হাজার ৬১৩ টাকা হবে

নিরীক্ষকের কোয়ালিফায়েড অপিনিয়নের ব্যাখ্যায় কোম্পানিটি বলছে, শ্রম আইন ২০০৬ অনুসারে, ডব্লিউপিপিএফ ফান্ড অনুমোদনযোগ্য খরচ সে অনুযায়ী হিসাবভুক্ত করা হয়েছে ডব্লিউপিপিএফের অর্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ -অনুমোদিত হতে পারে যদি কর্তৃপক্ষ -অনুমোদনযোগ্য মর্মে বিবেচনা করে, সে ক্ষেত্রে যে বছরে কর্তৃপক্ষ -অনুমোদিত বিবেচনা করবে, সেই বছর তা সমন্বয় তথা হিসাবভুক্ত হবে, যা আন্তর্জাতিক হিসাবমান (আইএএস) ১২-এর অনুচ্ছেদ-৮০(বি) অনুযায়ী হিসাবভুক্ত করা হবে ফলে কর-পরবর্তী মুনাফা এবং ইপিএস বেশি দেখানো হয়নি বলে কোম্পানিটি দাবি করেছে

কোম্পানিটি আরো বলছে, আইএএস ১৬-এর অনুচ্ছেদ ৫৫- আরো বলা হয়েছে, ইউজেজ মেথড অব ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে অবচয় শূন্য হতে পারে, যদি সেখানে কোনো উৎপাদন না হয় সে বিবেচনায় বো প্লান্ট ২০০৮ সাল থেকে বন্ধ থাকায় অবচয় ধার্য করা হয়নি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিভিন্ন সময় ওই প্লান্ট চালুর উদ্যোগ নিলেও বন্ড সুবিধার আওতায় দেশে ওই পণ্য আমদানি হয় বিধায় প্রতিযোগিতামূলক মূল্যে উৎপাদন চালু করা সম্ভব হয়নি তাছাড়া বিদ্যমান উৎপাদিত পণ্যগুলোর উৎপাদন ব্যয় সঠিকভাবে দেখানো সম্ভব নয় যদি বন্ধ থাকা ইউনিটের অবচয় ধার্য করা হয় উপরোক্ত অবচয় ধার্য করা হলে বিদ্যমান উৎপাদিত ইউনিটগুলোর উৎপাদন ব্যয় অতিরিক্ত দেখানো হতো বর্তমানে কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্লান্ট দুটি হেল্ড ফর সেল করবে কিনা বা পুনরায় উৎপাদনের সুযোগ রয়েছে কিনা তা গভীরভাবে খতিয়ে দেখছে এবং দ্রুতই বিষয়ে যথাযথ প্রক্রিয়া মেনে সিদ্ধান্ত গ্রহণ করা হবে

প্রতিবেদকের বক্তব্য: মুদ্রণজনিত কারণে ৮৩ লাখ হাজার ৬১৩ টাকার স্থলে ৮৩ কোটি হাজার ৬১৩ টাকা প্রকাশিত হওয়ার বিষয়টি এরই মধ্যে সংশোধন করা হয়েছে আর আলোচ্য প্রতিবেদনে কোম্পানিটির নিরীক্ষকের কোয়ালিফায়েড অপিনিয়নের বিষয়টি তুলে ধরা হয়েছে এখানে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন