ইউক্রেনের সঙ্গে ট্রাম্পের আচরণ নিক্সনের চেয়েও গুরুতর —অভিশংসন তদন্ত প্রধান

বণিক বার্তা ডেস্ক

ইউক্রেনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ দেশটির সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের আচরণের চেয়েও অনেক ভয়াবহ বলে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেশনাল অভিশংসন তদন্তের প্রধান অ্যাডাম স্কিফ মার্কিন প্রেসিডেন্টকে অপসারণের মামলাটির সারসংক্ষেপ হিসেবে মন্তব্য করেছেন তিনি এছাড়া ট্রাম্প যে তার ব্যক্তিগত স্বার্থ অর্জনের জন্য ক্ষমতা ব্যবহার করেছেন এবং জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন, তার সুস্পষ্ট প্রমাণ রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি খবর এএফপি, রয়টার্স

২০২০ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে পুনর্নির্বাচিত হতে সহায়তার জন্য ইউক্রেনকে হুমকি দিতে ট্রাম্প কার্যালয়ের অপব্যবহার করেছেন কিনা, নিয়ে তদন্ত করছেন আইনপ্রণেতারা তদন্ত শুনানির তিনদিনে বেশকিছু বিস্ফোরক সাক্ষ্য পেয়েছেন তারা

ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের অভিযোগ, গত ২৫ জুলাই ফোনালাপে এবং নিজের সহযোগী চক্রের মাধ্যমে (যাদের সিংহভাগই প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা) ট্রাম্প ইউক্রেনের কাছে সহযোগিতা দাবি করেছেন ট্রাম্প ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট ভলদাইমার জেলেনস্কিকে চাপ দিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশটির প্রায় ৪০ কোটি ডলারের একটি সামরিক সহায়তা বাতিল এবং একটি আনুষ্ঠানিক সফর স্থগিত করার হুমকি দেন

ডেমোক্র্যাটরা জানান, ট্রাম্পের অভিসন্ধি সফল হতো, যদি এক হুইসেলব্লোয়ার সামরিক সহায়তা দুদিন পর হস্তান্তরের বিষয়টি নিশ্চিত না করতেন উল্লেখ্য, জুলাইয়ের ফোনালাপ নিয়ে হুইসেলব্লোয়ারের অভিযোগ সেপ্টেম্বর কংগ্রেসের কাছে পৌঁছে

যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ১৯৭২ সালের কুখ্যাত ওয়াটারগেট কেলেঙ্কারি উল্লেখ করে হাউজ ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান স্কিফ বলেন, এখন পর্যন্ত আমরা যা দেখছি তাতে বলা যায়, এটি ডেমোক্র্যাট দপ্তরে নিক্সনের চুরির নির্দেশের চেয়েও আরো বেশি গুরুতর

টানা তিনদিনের শুনানিতে নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মন্তব্য করলেন স্কিফ এসব সাক্ষ্য থেকে ট্রাম্পের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া যাচ্ছে

মুহূর্তে ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্সিয়াল ক্ষমতার অপব্যবহার, ঘুষ বিচারে বাধা প্রদানের অভিযোগ এনে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে

তদন্তের ফলে যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হওয়ার হুমকিতে রয়েছেন ট্রাম্প তবে ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের জন্য রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটেরও সমর্থন প্রয়োজন পড়বে

বুধবার বিস্ফোরক সাক্ষ্য দেয়ার সময় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ওয়াশিংটনের দূত জানান, ২০২০ সালের নির্বাচনে অন্যতম সম্ভাবনাময় ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য হোয়াইট হাউজে বৈঠক

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন