ছাত্র আন্দোলনে অচল জেএনইউ

বণিক বার্তা ডেস্ক

 হোস্টেল ফি বৃদ্ধির বিরুদ্ধে শিক্ষার্থীদের মাসব্যাপী আন্দোলনের জেরে প্রায় অচল হয়ে পড়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় পুলিশের আগ্রাসী মনোভাবের কারণে বেশকিছু শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন খবর বিবিসি

চার সপ্তাহেরও বেশি সময় ধরে হোস্টেল ফি বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ করে আসছেন জেএনইউর শিক্ষার্থীরা নতুন প্রস্তাবিত ফির আওতায় আবাসিক ছাত্রদের বার্ষিক হাজার ৮০০ থেকে হাজার ৬০০ রুপি দিতে হবে এর আগে তারা ১২০ থেকে ২৪০ রুপি দিতেন একই সঙ্গে শিক্ষার্থীদের অন্যান্য সেবার জন্যও ফি দিতে হবে, যার মধ্যে রয়েছে বিদ্যুৎ স্যানিটেশন সুবিধা এর আগে এসব সুবিধার জন্য কোনো ফি দিতে হতো না জেএনইউর শিক্ষার্থীদের

শিক্ষার্থীরা মনে করছেন, হোস্টেল ফি বাড়ানোর সিদ্ধান্তে নিম্নবিত্ত পরিবারের ছাত্ররা মারাত্মক হুমকির মুখে পড়বেন এতে সবার জন্য অংশগ্রহণমূলক একটি শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে

সরকার কর্তৃক পরিচালিত বিশ্ববিদ্যালয় ভারতীয় শিক্ষার্থীদের জন্য বহুল কাঙ্ক্ষিত একটি বিশ্ববিদ্যালয় আমলাতন্ত্র, সাংবাদিকতা, পুলিশ অন্যান্য সরকারি-বেসরকারি খাতে বেশ উজ্জ্বল অবস্থান রয়েছে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের

ভারতে বেসরকারি খাতে শিক্ষা গ্রহণের ক্ষমতা অধিকাংশ জনগোষ্ঠীরই নেই এবং সরকারি চাকরি খুবই সীমিত জেএনইউ বিশ্ববিদ্যালয় ফারাক কমিয়ে আনতে সহায়তা করে বলে মনে করেন তার সমর্থকরা

বিশ্ববিদ্যালয়ে প্রায় আট হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন, যাদের প্রায় ৬০ শতাংশ ক্যাম্পাসে অবস্থান করে বলে জানান তারা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন