অস্ট্রেলিয়ায় দাবানল

শ্বাসকষ্টে ভুগছেন কয়েক লাখ মানুষ

বণিক বার্তা ডেস্ক

 অস্ট্রেলিয়ার সিডনি অ্যাডিলেড শহরের কয়েক লাখ বাসিন্দা দেশটির সাম্প্রতিক ভয়াবহ দাবানলের ধোঁয়ায় বিভিন্ন সমস্যায় সবচেয়ে বেশি ভুগছে এছাড়া দেশটির অন্য শহরের মানুষও রেহাই পাচ্ছে না উদ্ভূত বিরূপ আবহাওয়া থেকে খবর বিবিসি

গতকাল পর্যন্ত টানা তৃতীয় দিন সাম্প্রতিক দাবানলের অ্যাসিডযুক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে সিডনি শহর শহরটির বায়ুমান এরই মধ্যে বিপজ্জনক সীমা অতিক্রম করেছে দেশটির বৃহত্তম শহরটিতে পর্যন্ত ৪৫০ জন শ্বাসকষ্টে ভোগা মানুষকে চিকিৎসা দেয়ার কথা জানিয়েছেন সেখানে কর্মরত আপত্কালীন চিকিৎসকরা

এদিকে দেশটির ঘনবসতিপূর্ণ জায়গাগুলোর আশপাশে এখনো দাবানল অব্যাহত রয়েছে অন্যদিকে ১৩ কোটি জনসংখ্যার শহর অ্যাডিলেডের বাসিন্দাদের বাসার ভেতরে অবস্থান করতে অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন

দেশটিতে সৃষ্ট দাবানলে যেসব ধোঁয়া ছড়াচ্ছে, সেগুলো প্রধানত গাছ, পাতা অন্যান্য ভূমিজ লতাপাতা থেকে উদ্ভূত এসব ধোঁয়া মুখ্যত পুড়ে যাওয়া প্রাকৃতিক গাছগাছালি থেকে উদ্ভূত হলেও এতে ছোট ছোট কণা, গ্যাস জলীয়বাষ্প রয়েছে চারদিকে যেসব গ্যাস ছড়াচ্ছে, সেগুলোয় কার্বন মনোক্সাইড, কার্বন ডাই-অক্সাইড নাইট্রোজেন রয়েছে তবে এসব গ্যাসের উপস্থিতি দাবানলের আশপাশের এলাকায় সবচেয়ে বেশি

বিশেষজ্ঞরা দাবানলের ধোঁয়াকে শিল্পদূষণের মতো এতটা মারাত্মক না হলেও তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলে জানিয়েছেন প্রসঙ্গে সিডনির প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হূদরোগ বিশেষজ্ঞ ব্রায়ান অলিভার বলেন, কোনো কিছু পোড়ানো থেকে উদ্ভূত যেকোনো ধরনের ধোঁয়াই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন