টানা পঞ্চমবারের মতো বৈশ্বিক দুগ্ধপণ্যের দাম ঊর্ধ্বমুখী

বণিক বার্তা ডেস্ক

 বিশ্বব্যাপী দুগ্ধপণ্যের সরবরাহ সংকট চলছে যার প্রভাব পড়েছে দামের ওপর চলতি মাসে বৈশ্বিক দুগ্ধপণ্যের বাণিজ্য বা জিডিটির দ্বিতীয় নিলামে মূল্যসূচক গড়ে দশমিক শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি টনের গড় দাম দাঁড়িয়েছে হাজার ৪৮১ ডলার আর আগের নিলামের তুলনায় সময় দাম বেড়েছে দশমিক শতাংশ খবর রয়টার্স

জিডিটি মূল্যসূচক অনুযায়ী, সময় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ননিযুক্ত গুঁড়ো দুধ -জাতীয় দুধের মূল্যসূচক সময় দশমিক শতাংশ বৃদ্ধি পেয়েছে সময়ে প্রতি টন ননিযুক্ত গুঁড়ো দুধ বিক্রি হয়েছে হাজার ৩২১ ডলারে, যা তিন বছরের সর্বোচ্চ অন্যদিকে ননিমুক্ত গুঁড়ো দুধের মূল্যসূচক দশমিক শতাংশ বৃদ্ধি পেয়েছে সময় প্রতি টন ননিমুক্ত গুঁড়ো দুধ বিক্রি হয়েছে হাজার ১৭ ডলারে

অন্যদিকে সর্বশেষ নিলামে রেনেট কেসিনের মূল্যসূচক বেড়েছে দশমিক শতাংশ সময় প্রতি টন রেনেট কেসিন বিক্রি হয়েছে হাজার ৬৬৮ ডলারে পনিরের মূল্যসূচক দশমিক শতাংশ বেড়ে প্রতি টন বিক্রি হয় হাজার ৭০১ ডলারে আর ল্যাকটসের মূল্যসূচক দশমিক শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি টন বিক্রি হয়েছে ৭৭৫ ডলারে

তবে এসবের বিপরীতে সময় কমেছে ঘির দাম মূল্যসূচক দশমিক শতাংশ কমে সময় প্রতি টন ঘি বিক্রি হয়েছে হাজার ১০৮ ডলারে এছাড়া মাখনের মূল্যসূচক কমেছে দশমিক শতাংশ সময় প্রতি টন মাখন বিক্রি হয়েছে হাজার ৬১ ডলারে

বৈশ্বিক দুগ্ধপণ্যের সবচেয়ে বড় নিলাম বসে নিউজিল্যান্ডে প্রতি মাসে দুবার করে নিলাম ডাকা হয় নিউজিল্যান্ডের ফন্তেরা কো-অপারেটিভ গ্রুপ নিলামের আয়োজন করে বিশ্বের বড় বড় দুগ্ধপণ্য প্রতিষ্ঠান নিলামে অংশ নেয় সর্বশেষ ১৯ নভেম্বর অনুষ্ঠিত নিলামে ৩৭ হাজার ৯৬৮ টন দুগ্ধপণ্য বিক্রি হয়েছে, যা তার আগের নিলামের তুলনায় দশমিক শতাংশ কম

অন্যদিকে দুগ্ধপণ্যের বৈশ্বিক বাণিজ্যের এক-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করে নিউজিল্যান্ড মিল্ক কো-অপারেটিভ যে কারণে নিলাম নিউজিল্যান্ডের ডলারের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে কারণ দেশটির জিডিপির শতাংশ আসে দুগ্ধ খাত থেকে সর্বশেষ বুধবার মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রার মান বেড়েছে দশমিক শতাংশ

সর্বশেষ নিলামের

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন