চীনের কমলেও যুক্তরাষ্ট্রে রফতানি বেড়েছে ভিয়েতনামের

বণিক বার্তা ডেস্ক

 চীনের বাইরে এশিয়ার অন্যতম রফতানিকারক দেশ হিসেবে উত্থান ঘটছে ভিয়েতনামের বিশ্বের প্রধান রফতানিকারক দেশ হিসেবে চীনের স্থান নিতে না পারলেও, এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বেশকিছু ব্যবসা দখলের পথে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি খবর সিএনবিসি

আন্তর্জাতিক কনসালট্যান্সি প্রতিষ্ঠান আইএইচএস মারকিটের এক নোট অনুসারে, চলতি বছরের প্রথম নয় মাসে ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রের আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক শতাংশ বেড়েছে, যেখানে পুরো ২০১৮ সালে মার্কিন আমদানি ছিল দশমিক শতাংশ অন্যদিকে চলতি বছরের প্রথম নয় মাসে মূল ভূখণ্ড চীন থেকে যুক্তরাষ্ট্রের আমদানি গত বছরের একই বছরের তুলনায় ১৩ দশমিক শতাংশ সংকুচিত হয়েছে

আইএইচএস মারকিটের কমপেরাটিভ ইন্ডাস্ট্রি সার্ভিসের সহযোগী পরিচালক মাইকেল রায়ান বলেন, চীন থেকে মার্কিন আমদানি হ্রাস পাওয়ার অন্যতম কারণ শুল্ক অন্যদিকে যুক্তরাষ্ট্রে ভিয়েতনামের যেসব রফতানি দ্রুত বাড়ছে, তার মধ্যে রয়েছে কম্পিউটার, টেলিফোন সরঞ্জাম অন্যান্য মেশিনারি

এদিকে মার্কিন বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) তথ্যানুসারে, ২০১৮ সালে মূল ভূখণ্ড চীন, মঙ্গোলিয়া তাইওয়ান থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষ আমদানির মধ্যে এসব পণ্য ছিল ফলে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যপ্রবাহ হ্রাস পাওয়ায় ভিয়েতনাম থেকে এসব পণ্য রফতানি স্থানটি দখল করতে পারে মনে ধারণা করা হচ্ছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে রফতানি বৃদ্ধি পাওয়ার কারণে মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধে ভিয়েতনামকে অন্যতম সুবিধাভোগী হিসেবে দেখা হচ্ছে এছাড়া ম্যানুফ্যাকচারারসরা যুক্তরাষ্ট্র চীনের ক্রমবর্ধমান পাল্টাপাল্টি শুল্কারোপ এড়াতে মরিয়া হয়ে ওঠায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফপিআই) ব্যাপক বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে

নোটে রায়ান জানান, ভিয়েতনামে কিন্তু এখনো যুক্তরাষ্ট্রের বড় কোনো বিনিয়োগ দেখা যায়নি তিনি দেখান, ভিয়েতনামে মার্কিন বিনিয়োগের পরিমাণ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে আসা মোট এফডিআইয়ের মাত্র দশমিক শতাংশ ভিয়েতনাম বৃহত্তর অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো মুক্ত বাণিজ্য চুক্তি না থাকা এর একটি কারণ হতে পারে বলে প্রতিবেদন আইএইচএস মার্কিট উল্লেখ করেছে রায়ান বলেন, এটি কিন্তু ভিয়েতনামের বৈচিত্র্যময় সরবরাহ-শৃঙ্খলের গতি মাত্রাকে প্রভাবিত করা অনেকগুলো কারণের একটি মাত্র

ভিয়েতনামের ঘাটতিগুলো উল্লেখ করে রায়ান বলেন, দেশটিতে দক্ষ শ্রমিক ঘাটতি রয়েছে দেশটির মেধাসম্পদ বাহ্যিক আগ্রহকে ধারণ করার মতো সক্ষম নয় বিশেষ করে যখন বড় সংখ্যক বহুজাতিক কোম্পানি চীনের বাইরে তাদের ম্যানুফ্যাকচারিং সরবরাহ-শৃঙ্খল সরিয়ে নিতে আগ্রহী হয়ে উঠছে চাহিদা দেশটির বর্তমান সরবরাহ সক্ষমতাকে ছাপিয়ে যাচ্ছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন