পঞ্চকন্যার ‘এফ মাইনর’

রাইসা জান্নাত

শুরুতে তারা ছিলেন তিনজন কিছুদিন পর সংখ্যাটি দাঁড়ায় পাঁচে পাঁচজন মিলে গড়ে তোলেন একটি গানের দল সংখ্যায় পাঁচ হলেও নিজেদের পারফরম্যান্স দিয়ে দ্রুতই দর্শক-শ্রোতার মনে জায়গা করে নেন তারা বলা হচ্ছে, বাংলাদেশের প্রথম আদিবাসী নারী ব্যান্ড দলের কথা এফ মাইনর নামেই এর পরিচিতি আদিবাসী সম্প্রদায়ের অনেক ব্যান্ড থাকলেও সেগুলো মূলত ছেলেদের এফ মাইনরই প্রথম দল, যা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের নিয়ে গঠিত

এফ মাইনরের যাত্রা ২০১৬ সালের ২৮ অক্টোবর তিনজন নারী সদস্য নিয়ে দলের শুরুটা করেন যাদু রিছিল অন্তর স্কুর তারা এখন দলে নেই তবে ব্যান্ডের সদস্য এখনো পাঁচজনই রয়েছেন এদের মধ্যে চারজন গারো একজন মারমা সম্প্রদায়ের বলে জানান দলের লিড ভোকালিস্ট পিংকি চিরান পিংকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত নিয়ে পড়াশোনা করছেন দলটিতে পিংকির পাশাপাশি সাইড ভোকালিস্ট হিসেবে আছেন নাদিয়া রিছিল দলের শুরু থেকেই তিনি আছেন নাদিয়া একই সঙ্গে গিটার ইউকুলেলে বাজান লিড গিটারিস্ট হিসেবে আছেন গ্লোরিয়া মান্দা, কিবোর্ডে আছেন একিউ মারমা কাহন এবং ড্রামসে আছেন দিবা চিছাম ভবিষ্যতে আরো নারী সদস্য যুক্ত করার কথাও বলেন সংগীতশিল্পী

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন