‘ষড়যন্ত্রের শিকার’ চলচ্চিত্র নির্মাতাদের পাশে দাঁড়াতে জোট

ফিচার ডেস্ক

পৃথিবীর নানা প্রান্তে স্বাধীনভাবে কাজ করতে গিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছেন চলচ্চিত্র নির্মাতারা তাদের পাশে দাঁড়াতে আইনি সহায়তা প্রদানের উদ্দেশ্যে ইউরোপিয়ান ফিল্ম একাডেমি (ইএফএ), ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফেস্টিভ্যাল আমস্টারডাম (আইডিএফএ) ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর) আন্তর্জাতিকভাবে একটি জোট গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছে চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে যারা বন্দি হয়েছেন, কারাগারে আছেন এবং চলচ্চিত্র নির্মাণের জন্য নিষেধাজ্ঞার মধ্যে আছেন, তাদের আইনি সহায়তা দেবেন সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা

ইএফএর নির্বাহী পরিচালক ম্যারিয়ন ডোরিং নির্বাহী চেয়ারম্যান মাই ডাউনি, আইডিএফএর আর্টিস্টিক ডিরেক্টর ওরওয়া নাইরাবিয়া আইএফএফআরের প্রধান বেরো বেয়ার উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখছেন শিল্পের অনেক শাখায় অ্যাডভোকেসি বডি আছে কিন্তু অবাক হলেও সত্যি, সিনেমায় এমন কিছুই নেই’—বলেন নাইরাবিয়া তিনি এবং বেয়ার মিলে অন্যান্য আগ্রহী সহযোগীর সঙ্গে আইডিএফএতে গত বৃহস্পতিবার থেকে একটি আলোচনা শুরু করেছেন, যা চলবে ডিসেম্বরের তারিখ পর্যন্ত

এদিকে ডাউনি বলেছেন, গত সেপ্টেম্বরে রাশিয়ার কারাগার থেকে ইউক্রেনের নির্মাতা ওলেগ সেন্টসভকে ছাড়িয়ে আনার ক্ষেত্রে কাজ করতে গিয়ে তিনি ধরনের একটি স্থায়ী সংস্থা গঠনের ক্ষেত্রে প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন ৪২ বছর বয়সী ওলেগ সেন্টসভের জন্ম রাশিয়া নিয়ন্ত্রিত ক্রাইমিয়া অঞ্চলের প্রশাসনিক রাজধানী সিমফেরোপোল শহরে ২০১১ সালের গেমার চলচ্চিত্রের জন্য সবচেয়ে বেশি পরিচিতি পাওয়া সেন্টসভ ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং ক্রাইমিয়া দখল নিয়ে রাশিয়ার কঠোর সমালোচনা করেছিলেন ২০১৩ সালের নভেম্বরে কিয়েভে মস্কোপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে তাতে যোগ দেন তিনি পরে ক্রাইমিয়ায় রুশ বাহিনীর কবলে পড়া ইউক্রেনের সৈনিকদের খাবার দিয়ে সহযোগিতা করেছিলেন নির্মাতা

নিরাপত্তাহীনতায় ভোগা চলচ্চিত্র নির্মাতাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ইএফএ, আইডিএফএ আইএফএফআর দীর্ঘ সময় ধরে কাজ করছে ইউক্রেনের নির্মাতা ওলেগ সেন্টসভ, মিয়ানমারের নির্মাতা মিন তিন কো কো গির মুক্তির ক্ষেত্রে ভূমিকা রেখেছিল এসব সংগঠন এছাড়া ২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবে মোহাম্মদ রাসুলভের প্রিমিয়ার হওয়া ম্যান অব ইন্টেগ্রিটির জন্য এক বছরের জেল  হয়েছিল তাকেও আইনি সহায়তা দিয়েছে তারা এছাড়া অভিনেত্রী হেলেন মিরেন ইরানি নির্মাতা জাফর পানাহিকেও এরই মধ্যে সমর্থন দিচ্ছে তারা 

এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিনেত্রী হেলেন মিরেন বলেছেন, শৈল্পিক স্বাধীনতা কোনো সুবিধা নয় এটা মানুষ হিসেবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন