৬৮ রানে এগিয়ে দিন শেষ করলো ভারত

বণিক বার্তা অনলাইন

ইডেনে দিবা-রাত্রি ঐতিহাসিক টেস্ট ম্যাচে হতাশার একদিন কাটলো সফরকারী বাংলাদেশের। অন্য দিকে দুর্দান্ত দিন কাটলো স্বাগতিক ভারতের। প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাব দিতে নেমে ৪৬ ওভারে ৩ উইকেটে ১৭৪ রানে দিন শেষ করলো ভারত। আর তাতে প্রথমদিন ৬৮ রানের লিড পেলো স্বাগতিকরা। বিরাট কোহলি (৫৯)ও আজেঙ্কা রাহানে (২৩) রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন।

তার আগে ইন্দোর টেস্টে দুর্দান্ত পারফর্ম করা মায়াঙ্ক আগারওয়ালকে এই ম্যাচে শুরুতেই ফেরালেন আমিন হোসেন। দলীয় ২৬ রানের মাথায় ১৪ ব্যক্তিগত ১৪ রানে আল আমিনের দারুণ এক ডেলিভারিতে মেহেদি হাসানের তালুবন্দী হয়ে ফেরেন আগারওয়াল।

আবু জায়েদ রাহির বলে সহজ ক্যাচ দিয়েও আল আমিনের ব্যর্থতায় জীবন পান রোহিত শার্মা। দলীয় ৪৩ রানের ২১ রানে করে এবাদতে হোসেনের এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন এই ওপেনার। রিভিউ নিয়েও এবার আর রক্ষা পাননি রোহিত।

চেতশ্বর পুজারা তুলে নেন ক্যারিয়ারের ২৪তম হাফসেঞ্চুরি। বিরাট কোহলি তুলে নেন ৫৪তম ফিফটি। পুজারা ৫৫ রান করে এবাদতের শিকার হয়ে ফিরলেও বিরাট কোহলি রয়েছেন সেঞ্চুরির অপেক্ষায়। বাংলাদেশী বোলারদের মধ্যে এবাদত হোসেন ২টি ও আল-আমিন হোসেন একটি উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১ম ইনিংস : ৩০.৩ ওভারে ১০৬ (সাদমান ২৯, ইমরুল ৪, মুমিনুল ০, মিঠুন ০, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৬, লিটন ২৬ (আহত অবসর), নাঈম ১৯, ইবাদত ১, মিরাজ ৮, আল আমিন ১*, আবু জায়েদ ০; ইশান্ত ১২-৪-২২-৫, উমেশ ৭-২-২৯-৩, শামি ১০.৩-২-৩৬-২, জাদেজা ১-০-৫-০)।

ভারত ১ম ইনিংস: ৪৬ ওভারে ১৭৪/৩ (মায়াঙ্ক ১৪, রোহিত ২১, পুজারা ৫৫, কোহলি ৫৯*, রাহানে ২৩*; আল আমিন ১৪-৩-৪৯-১, আবু জায়েদ ১২-৩-৪০-০, ইবাদত ১২-১-৬১-২, তাইজুল ৮-০-২৩-০)

১০৬ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ:উৎসবের আবহে শুরু হলো কলকাতা টেস্ট। ইডেন গার্ডেনসে ঐতিহাসিক টেস্ট খেলতে ভারত বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। শুরুতেই ভারতের পেসে দিশেহারা বাংলাদেশের ব্যাটসম্যানরা। টপ অর্ডারে তাদের ভরাডুবির মধ্যে কিছুটা স্বস্তিতে রেখেছিলেন সাদমান ইসলাম। কিন্তু এই ওপেনারকেও ফিরতে হয়েছে। উইকেট পতনের স্রোতে সামিল হলেন মাহমুদুল্লাহ। এরপরে টাইগার টিমে শক্ত অবস্থানে দাঁড়াতে দেখা যায়নি কাউকেই। আঘাত পাওয়ার কারণে লাঞ্চের পর ব্যাটিংয়ে নামেননি লিটন দাস। লিটনের বদলি হিসেবে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি না মেহেদী হাসান মিরাজ। ইশান্ত শর্মাকে চতুর্থ উইকেট উপহার দিয়ে ফিরলেন তিনি ৮ রানেই।

লেগ-মিডল স্টাম্পে থাকা ফুল লেংথ বল ফ্লিক করেছিলেন মিরাজ। বল রাখতে পারেননি নিচে। শর্ট মিড উইকেটে সামনে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিয়েছেন চেতেশ্বর পুজারা। বাংলাদেশের তখন রান ৮ উইকেটে ৯৮। নাঈম হাসানের সঙ্গে উইকেটে যোগ দিয়েছিলেন ইবাদত হোসেন। লিটন দাসের পর হেলমেটে বল লাগল নাঈম হাসানের। বোলার সেই মোহাম্মদ শামি। বেশ অনেকক্ষণ বিরতির পর স্বাভাবিক হলেন নাঈম। আবার শুরু করলেন ব্যাটিং। তবে তিনিও বেশি ভালো করতে পারিনি।

সতীর্থের ব্যর্থতার ভীড়ে লড়াইয়ের চেষ্টা করছিলেন নাঈম হাসান। দুর্দান্ত লেগ কাটারে তার স্টাম্প উপড়ে দিলেন ইশান্ত শর্মা।  পূর্ণ করলেন নিজের ৫ উইকেট। মাঠ ছাড়লেন নাঈম। ১৯ রানে বোল্ড। শেষ উইকেট আবু জায়েদ। স্লিপে রোহিত শর্মার হাত ফসকে আসা বল ক্যাচে পরিণত করলেন চেতেশ্বর পুজারা। এই ক্যাচের মধ্যে দিয়ে বাংলাদেশের সব উইকেট হারিয়ে ১০৬।


");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন