রেলের নতুন টাইম টেবিল চূড়ান্ত

৬৭ ট্রেনের সময়সূূচিতে পরিবর্তন আসছে

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ রেলওয়ে নতুন ওয়ার্কিং টাইম টেবিল (ডব্লিউটিটি) চূড়ান্ত করেছে, যেটা হবে সংস্থাটির ৫২ নম্বর টাইম টেবিল। নতুন টাইম টেবিলে ৬৭টি আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর এটি কার্যকর হতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

জানা গেছে, নতুন টাইম টেবিলে পূর্বাঞ্চলে ৪৮টি ট্রেনের মধ্যে ২৮টির এবং পশ্চিমাঞ্চলের ৫৬টি ট্রেনের মধ্যে ৩৯টি ট্রেনের সময়সূচি পরিবর্তন হচ্ছে। যাত্রার সময় পরিবর্তনের পাশাপাশি গন্তব্যে পৌঁছার সময়ও বাড়ছে অধিকাংশ ট্রেনের। এছাড়াও নতুন টাইম টেবিলে সিংহভাগ ট্রেনের রানিং টাইম (প্রারম্ভিক স্টেশন থেকে গন্তব্যে পৌঁছার সময়) বাড়ানো হচ্ছে। 

জানতে চাইলে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ বণিক বার্তাকে বলেন, নতুন টাইম টেবিলের সময়সূচি পরিবর্তনের বিষয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে সময়সূচি পরিবর্তনসহ টাইম টেবিল কার্যকরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

কার্যকরের অপেক্ষায় থাকা টাইম টেবিলের নথি পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম রুটের জনপ্রিয় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের গন্তব্যে পৌঁছার সময় বাড়ছে ১০ মিনিট। বর্তমানে মন্দবাগ স্টেশনে সুবর্ণ সোনার বাংলার ক্রসিং হওয়ার কথা থাকলেও নতুন টাইম টেবিলে ক্রসিং হবে আখাউড়া থেকে লাকসাম সেকশনের যেকোনো স্টেশনে। সেকশনটি সিঙ্গেল লাইন হওয়ার পাশাপাশি ডাবল লাইনে সম্প্রসারণ প্রকল্পের কাজ চলমান থাকায় ৭০২ নং সুবর্ণ এক্সপ্রেসের রানিং টাইম ১০ মিনিট বাড়বে। বর্তমানে চালু না থাকলেও ঢাকা থেকে নোয়াখালী পর্যন্ত এক জোড়া আন্তঃনগর ট্রেনের সময়সূচি সংযোজন করা হয়েছে নতুন টাইম টেবিলে। প্রস্তাবিত ট্রেনটির নাম প্রধানমন্ত্রী অনুমোদন করলেই প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। বেলা ৩টায় নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে প্রস্তাবিত ট্রেনটি। এছাড়া পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলের অর্ধেকেরও বেশি ট্রেনের রানিং সময় বেড়ে গেছে ট্র্যাক সংস্কার প্রকল্প বাস্তবায়নজনিত কারণে। তবে সময়সূচি পরিবর্তনসাপেক্ষে অনেক ট্রেনের রানিং সময় কমিয়েও এনেছে রেলওয়ে।

নতুন টাইম টেবিল অনুযায়ী, পূর্বাঞ্চলের ৭০১ নং সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল ৭টার পরিবর্তে ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে, ৭০২ নং সুবর্ণ বেলা ৩টার পরিবর্তে বিকাল সাড়ে ৪টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে। এছাড়া ঢাকা-সিলেট রুটের পারাবত সকাল ৬টা ৩৫ মিনিটের পরিবর্তে ৬টা ২০ মিনিটে, পারাবত সিলেট থেকে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন