নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা

ব্যাংকগুলোর ব্যবহূত টুলের ৫০ শতাংশই লাইসেন্সবিহীন

নিজস্ব প্রতিবেদক

ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং (ভিএপিটি) হলো কোনো একটি সিস্টেমে নিরাপত্তা ঝুঁকি শনাক্তকরণ, মূল্যায়ন অনুসন্ধানের একটি প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংকের আইসিটি সিকিউরিটি গাইডলাইনে দেশের ব্যাংকগুলোকে কার্যকরভাবে ভিএপিটি পরিপালনের নির্দেশনা দেয়া হয়েছে যদিও এসব নির্দেশনা মেনে চলছে খুবই অল্পসংখ্যক ব্যাংক নির্দিষ্ট কিছু সফটওয়্যার বা টুলসের মাধ্যমে ভিএপিটি কার্যক্রম পরিচালিত হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক জরিপে দেখা গেছে, ভিএপিটির জন্য ব্যাংকগুলো যেসব টুলস ব্যবহার করছে, তার ৫০ শতাংশই লাইসেন্সবিহীন এসব টুলসে ক্ষতিকর কোড বা স্পাইওয়্যার থাকার সম্ভাবনা রয়েছে ফলে ব্যাংকের সিস্টেম যেকোনো সময় হ্যাক হওয়ার আশঙ্কা রয়েছে

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ব্যাংকগুলোকে স্বতন্ত্র ভিএপিটি টিম রাখার নির্দেশনা দেয়া হলেও বিআইবিএমের আইটি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং ইন ব্যাংকসশীর্ষক গবেষণা প্রতিবেদনে দেখা যায়, ৪০ শতাংশ ব্যাংকের ভিএপিটি টিম আইসিটি বিভাগের অধীনে কাজ করছে এছাড়া ভিএপিটি টিমের র্যাংক বেতন-ভাতা নিয়েও রয়েছে সংকট বৈশ্বিকভাবে ভিএপিটি টিমের রিপোর্টিং অথরিটি হন চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (সিআইএসও) সিআইএসওর পদমর্যাদা হন চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) বা চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) সমমানের দেশের মাত্র ৩৫ শতাংশ ব্যাংক সিআইএসও নিয়োগ দিলেও তাদের বেশির ভাগকেই উপযুক্ত পদমর্যাদা দেয়া হয়নি ৮৫ শতাংশ সিআইএসওকে ভাইস প্রেসিডেন্ট সমমানের বা তার চেয়েও নিম্নপদমর্যাদা দেয়া হয়েছে অন্যদিকে সিআইএসওর অধীন টিমের সদস্যদেরও দেয়া হয়নি উপযুক্ত পদমর্যাদা ব্যাংকিং খাতে নিয়োজিত ভিএপিটি টিমের সদস্যদের ৭৫ শতাংশের পদমর্যাদা অ্যাসিস্ট্যান্ট অফিসার (এও) বা জুনিয়র অফিসার সমমানের

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে অবস্থিত বিআইবিএম অডিটোরিয়ামে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয় এতে স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএমের অধ্যাপক পরিচালক . শাহ মো. আহসান হাবীব প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বিআইবিএমের নির্বাহী কমিটির চেয়ারম্যান এসএম মনিরুজ্জামান সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক . আখতারুজ্জামান এছাড়া কর্মশালায় বক্তব্য রাখেন বিআইবিএমের . মোজাফফর আহমদ চেয়ার অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক . বরকত

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন