বরিশাল, ময়মনসিংহ ও রংপুরে আয়কর মেলা সমাপ্ত

বণিক বার্তা ডেস্ক

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়কর মেলা শেষ হয়েছে। কিছু এলাকায় আদায় হয়েছে লক্ষ্যের চেয়ে বেশি রাজস্ব। -টিআইএন টিআইএন গ্রহণ করেছেন উল্লেখযোগ্যসংখ্যক করদাতা। প্রতিনিধিদের পাঠানো খবর

বরিশাল: কর অঞ্চলের আওতায় বরিশাল বিভাগের ছয়টি জেলা সদর পাঁচটি উপজেলা সদরে আয়কর মেলার শেষ দিন পর্যন্ত কোটি ৯০ লাখ টাকার কর আদায় হয়েছে।

বরিশাল কর অঞ্চলের উপ-কর কমিশনার (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ জানান, কর মেলার শেষ দিনে বিভাগীয় শহর বরিশালে কোটি ২৩ লাখ ২৬ হাজার ৫১ টাকা আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন হাজার ৫৫৮ জন করদাতা। -টিআইএন গ্রহণ করেছেন ১৪০ জন। এছাড়া মোট সেবাগ্রহণ করেছেন ১৬ হাজার ৫৬৩ জন।

ময়মনসিংহ: আনন্দঘন পরিবেশে ময়মনসিংহ কর অঞ্চলের আয়োজনে সপ্তাহব্যাপী আয়কর মেলা ২০ নভেম্বর সন্ধ্যায় শেষ হয়েছে। মেলায় আদায়কৃত আয়করের পরিমাণ ১৩ কোটি ১৮ লাখ ২৫ হাজার ১২৯ টাকা। নতুন টিআইএন গ্রহণকারীর সংখ্যা হাজার ৫৯৯ জন, প্রাপ্ত রিটার্নের সংখ্যা ১৪ হাজার ৩৬২।

ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার মো. ফজলুর রহমান জানান, সাতদিনে কর অঞ্চল ময়মনসিংহে মোট আদায়কৃত আয়করের পরিমাণ ১৯ কোটি ৭৬ লাখ হাজার ১৬২ টাকা। নতুন টিআইএন গ্রহণকারীর সংখ্যা হাজার ২৬১ জন, প্রাপ্ত রিটার্নের সংখ্যা ২৬ হাজার ৪৪০টি, সেবা গ্রহণকারী করদাতা লাখ ৭৬ হাজার ৩৭৬ জন। কর কমিশনার কার্যালয়ের কর্মকর্তা ট্যাক্স বারের আইনজীবীরা সার্বক্ষণিক সেবা প্রদান করায় করদাতারা নির্বিঘ্নে কর দিতে পেরে খুশি।

উল্লেখ্য, আয়কর মেলা শুরু হয় ১৪ নভেম্বর।

রংপুর: রংপুর কর অঞ্চলের আয়োজনে আয়কর মেলার সাতদিনে ২৫ কোটি ১২ লাখ ৩৭ হাজার ১০৩ টাকা রাজস্ব আদায় হয়েছে। মেলায় রিটার্ন দাখিল করেছেন ৩৮ হাজার ১৮ জন। বিগত বছরের চেয়ে এবার কোটি ২৪ লাখ ৮১ হাজার ২৫৪ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।

বুধবার রাতে মেলার শেষ দিনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর কর অঞ্চলের কর কমিশনার মো. আবদুল লতিফ। তিনি বলেন, রংপুর কর অঞ্চলের মেলায় গত সাতদিনে ৭৯ হাজার ৬৬৫ জন করদাতা সেবা গ্রহণ করেছেন। রিটার্ন দাখিল করেছেন ৩৮ হাজার ১৮ জন। নতুন -টিআইএন গ্রহণকারীর সংখ্যা হাজার ৩৫৮ জন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন