আকাশপথে এসেছে পাকিস্তানের পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের করাচি বিমানবন্দর থেকে পেঁয়াজের একটি চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। গতকাল সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি বেসরকারি সিল্কওয়ে এয়ারলাইনসের পণ্য পরিবহনকারী উড়োজাহাজে চালান আমদানি হয়। চালানটির আমদানিকারক ঢাকার শাদ এন্টারপ্রাইজ। চালানটিতে ৮১ টন ৫০০ কেজি পেঁয়াজ রয়েছে।

বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, সিল্কওয়ে এয়ারলাইনসের সেভেনএল ৩০৮৬ ফ্লাইটে পেঁয়াজের প্রথম চালানটি এসেছে। বিমানবন্দরে দায়িত্বরত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের প্রতিনিধি জানিয়েছেন, চালানটি ছাড় করার প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে তারা কাজ করেছে। পেঁয়াজের চালান আনার জন্য উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র থেকে পর্যন্ত হাজার টনের অনুমতি নেয়া হয়েছে। শাদ এন্টারপ্রাইজ ছাড়াও এস আলম গ্রুপ অনুমতি নিয়েছে হাজার ৯২৫ টনের।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন