দেড় লাখ টাকা পর্যন্ত প্রবাসী আয়ে তাত্ক্ষণিক প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক

দেড় লাখ টাকা পর্যন্ত প্রবাসী আয় এলে তাত্ক্ষণিক প্রণোদনা দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর বেশি প্রবাসী আয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র জমাদান সাপেক্ষে প্রণোদনা পাবেন গ্রাহকরা। এক্ষেত্রে প্রাপকের নথিপত্র জমা দেয়ার মেয়াদ পাঁচদিন থেকে বাড়িয়ে ১৫ দিন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে গতকাল জারীকৃত এক প্রজ্ঞাপনে নির্দেশনা দেয়া হয়। প্রজ্ঞাপনের কপি দেশের সব তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছিল, দেড় হাজার ডলার পর্যন্ত আয় এলে তাত্ক্ষণিক প্রণোদনা দিতে হবে। তবে ডলারের সঙ্গে টাকার বিনিময়মূল্য নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় নতুন করে প্রজ্ঞাপন দিল বাংলাদেশ ব্যাংক।

প্রসঙ্গত, বৈধ পথে প্রবাসী আয় বাড়াতে চলতি অর্থবছরে রেমিট্যান্সে (প্রবাসী আয়) শতাংশ হারে প্রণোদনা দেয়ার ঘোষণা দেয়া হয়। এজন্য বাজেটে হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়।

গত আগস্টে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে নীতিমালা জারি করে। এতে বলা হয়, দেড় হাজার ডলারের কম আয় এলে কোনো নথি ছাড়াই প্রণোদনা পাওয়া যাবে। নীতিমালার পর অক্টোবর থেকে ব্যাংকগুলো প্রণোদনা দেয়া শুরু করে। তবে অক্টোবরের আগে আসা রেমিট্যান্সের প্রণোদনা গ্রাহকদের এখনো পরিশোধ করেনি ব্যাংকগুলো।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন