মেলায় এলটিইউভুক্ত ২১ আর্থিক প্রতিষ্ঠান দিল ২৯৩ কোটি টাকা কর

নিজস্ব প্রতিবেদক

আয়কর মেলার শেষ দিন ব্যাংক ও বীমার ২১টি প্রতিষ্ঠান ২৯৩ কোটি টাকার পে-অর্ডার জমা দিয়েছে। অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত মেলা প্রাঙ্গণে গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়ার হাতে প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা করের ওই অর্থ তুলে দেন। প্রতিষ্ঠানগুলো বৃহ করদাতা ইউনিটের (এলটিইউ) আওতাধীন।

গতকাল মেলায় এলটিইউর আওতাধীন যেসব প্রতিষ্ঠান কর দিয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো সিটি ব্যাংক (২০ কোটি টাকা), প্রাইম ব্যাংক (১০ কোটি টাকা), যমুনা ব্যাংক (১০ কোটি টাকা), ঢাকা ব্যাংক (১৫ কোটি টাকা), স্ট্যান্ডার্ড ব্যাংক (১০ কোটি টাকা), পূবালী ব্যাংক (১০ কোটি টাকা), উত্তরা ব্যাংক (১০ কোটি টাকা), ব্র্যাক ব্যাংক (১০ কোটি টাকা), ব্যাংক এশিয়া (১০ কোটি টাকা), স্কয়ার ফার্মা (২০ কোটি টাকা), সাধারণ বীমা করপোরেশন (১০ কোটি টাকা), মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (১০ কোটি টাকা) ও বেক্সিমকো লিমিটেড (২ কোটি টাকা)

পে-অর্ডার গ্রহণের পর এনবিআর চেয়ারম্যান বলেন, বৃহ করদাতারা সাধারণত আরো অনেক বেশি কর দেন। তবে মেলা উপলক্ষে আমাদের আহ্বানে তাদের করের একটি অংশ আজ জমা দিলেন তারা। মেলায় আজ (বুধবার) রাত ৮টা পর্যন্ত করদাতারা রিটার্ন জমা দিতে পারবেন। তবে যতক্ষণ করদাতারা থাকবেন, ততক্ষণ তাদের সেবা দেয়া হবে।

তিনি আরো বলেন, আমরা করের আওতা বাড়ানোর জন্য বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি। করদাতাদের উদ্বুদ্ধ করছি। মেলাও এরই একটি অংশ।

মেলার পর ৩০ নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট কর অঞ্চলে রিটার্ন জমা দেয়া যাবে। তারপর জমা দিতে হলে জরিমানা দিতে হবে। করদাতারা মেলায় হয়রানি ছাড়াই রিটার্ন জমা দিয়েছেন। কর অঞ্চলেও একইভাবে হয়রানি ছাড়াই রিটার্ন জমা দেয়া যাবে বলেও উল্লেখ করেন এনবিআর চেয়ারম্যান।

তিনি বলেন, করদাতারা আয়কর মেলাকে নির্ভরযোগ্য মনে করেন। আমাদের কর অফিসেও এমন নির্ভরযোগ্যভাবে কর দিতে পারবেন। ট্যাক্স অফিসেও নির্ভরযোগ্য ও বিশ্বস্ততার সঙ্গে কর দিতে পারবেন। কোনো কর কর্মকর্তা যদি করদাতাকে হয়রানি করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার পর্যন্ত মেলার ছয়দিনে মোট কর আদায় হয়েছে ২ হাজার ১৬ কোটি ৪৫ লাখ ২১ হাজার ১২০ টাকা। ৫ লাখ ৩৯ হাজার ৯১০ জন করদাতা রিটার্ন জমা দিয়েছেন। কর-সংক্রান্ত সেবা নিয়েছেন ১৫ লাখ ১২ হাজার ৫৯২ জন। এই ছয়দিনে নতুন টিআইএন নিয়েছেন ২৬ হাজার ৮৩১ জন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন