চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি

উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা করবে সিউল ইউনিভার্সিটি

দেশে ও দেশের বাইরে গবেষণা কার্যক্রমের মাধ্যমে উচ্চশিক্ষার মানোন্নয়নে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সঙ্গে যৌথ কার্যক্রম শুরু করেছে কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি।

এরই মধ্যে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি এশিয়া সেন্টারের সঙ্গে সিআইইউর ইনস্টিটিউট অব গভর্ন্যান্স, ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইজিডিআইএস) শাখার মধ্যে এ বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

সম্প্রতি এ কার্যক্রমের অংশ হিসেবে দুই প্রতিষ্ঠানের আয়োজনে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিয়েছেন সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরীর নেতৃত্বে পাঁচজন জ্যেষ্ঠ শিক্ষক। 

অনুষ্ঠানেহায়ার এডুকেশন, ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ অ্যান্ড কোরিয়া বিষয়ের ওপর তিনটি প্রবন্ধ উপস্থাপন করেছে সিআইইউর প্রতিনিধি দল। অন্যদিকে সিউল ইউনিভার্সিটির অধ্যাপকরাও পৃথকভাবে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন।

এতে সিআইইউর স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সের ডিন ও ইংরেজি বিভাগের অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বিজনেস স্কুলের ডিন ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, বিজনেস স্কুলের অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ, সহযোগী অধ্যাপক ও আইজিডিআইএসের পরিচালক ড. সৈয়দ মনজুর কাদের, ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান ও সিউল ইউনিভার্সিটির সাবেক ছাত্র কিহাক সাং, সিউল ইউনিভার্সিটির এশিয়া সেন্টারের পরিচালক অধ্যাপক সু জিং পার্ক, দক্ষিণ এশিয়া সেন্টার শাখার পরিচালক অধ্যাপক সুং ইয়ং প্রমুখ উপস্থিত ছিলেন।

সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী এ ধরনের উদ্যোগ মেধা বিকাশে সহায়ক বলে মন্তব্য করেছেন।বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন