ময়মনসিংহ নগরীতে ২২০টি আধুনিক সড়কবাতি

বণিক বার্তা প্রতিনিধি ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীতে স্থাপন করা হয়েছে ২২০টি আধুনিক সড়কবাতি (এলইডি স্ট্রিট লাইট) গত মঙ্গলবার রাতে সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু নগরীর দিঘারকান্দা বাইপাস মোড়ে সুইচ টিপে এসব বাতি আনুষ্ঠানিকভাবে প্রজ্বলিত করেন

সময় সেখানে ময়মনসিংহ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম বিপ্লব, মো. মোস্তফা কামাল, শামীমা রহিম, শফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী জহুরুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচকে দেবনাথ, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন

ময়মনসিংহ সিটি করপোরেশন জানায়, ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড় থেকে দিঘারকান্দা বাইপাস পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে ১১০ খুঁটির মাধ্যমে এসব বাতি স্থাপন করা হয়েছে কোটি লাখ টাকা ব্যয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করেছে

সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার অংশ হিসেবে সড়কে চুরি, ছিনতাই বিভিন্ন প্রকার দুর্ঘটনা রোধে প্রকল্প নেয়া হয় আগামীতে নগরীর অন্যান্য এলাকায়ও একই ধরনের সড়কবাতি স্থাপনের উদ্যোগ নেয়া হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন