নাটোরে গ্রামে গিয়ে সংগ্রহ করা হবে আমন ধান

বণিক বার্তা প্রতিনিধি নাটোর

 নাটোরে গ্রামে গিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ করবে জেলা খাদ্য বিভাগ প্রশাসন গতকাল সকালে নাটোর শহরের বড়গাছা এলাকায় সরকারি খাদ্যগুদামে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ

সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার সরকার প্রমুখ

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে লটারিতে বাছাইকৃত কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত প্রতি কেজি ২৬ টাকা দরে আমন ধান সংগ্রহ করা হবে এভাবে নাটোরের সাতটি উপজেলায় কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে মোট হাজার ৫৯৬ টন ধান কার্যক্রম চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

সূত্র আরো জানায়, এবার সদর উপজেলায় হাজার ৩২৮, নলডাঙ্গায় ৩৯৩, সিংড়ায় হাজার ৯৬১, গুরুদাসপুরে ৬৮২, বড়াইগ্রামে হাজার ৮১৬, লালপুরে ৯১২ বাগাতিপাড়ায় ৫০৪ টন আমন ধান সংগ্রহ করা হবে

জেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম বলেন, লটারিতে বাছাইকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের জন্য খাদ্য অধিদপ্তরের সরাসরি নির্দেশনা রয়েছে আমরা নির্দেশনা অনুযায়ী প্রকৃত কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ করব

এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বছর নাটোরে ৬৯ হাজার ২৯০ হেক্টর জমিতে রোপা-আমন আবাদ হয়েছে থেকে উৎপাদন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে লাখ ৫৩ হাজার ১০৭ টন ১৯ নভেম্বর পর্যন্ত জেলার কৃষকরা ৩১ হাজার ২৫১ হেক্টর জমির লাখ ৪৯ হাজার ৫৮৭ টন ধান ঘরে তুলেছেন

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, সরাসরি কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহের জন্য আমার উপজেলার সভায় সিদ্ধান্ত নিয়েছি যাতে কোন সিন্ডিকেট সুযোগ নিতে না পারে, সেজন্য এবার গ্রামে গিয়ে ধান সংগ্রহ করা হবে

নাটোরের জেলা প্রশাসক ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি মো. শাহরিয়াজ বলেন, বোরোর মতো আমন মৌসুমেও সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে গ্রামে গ্রামে গিয়ে খাদ্য বিভাগ উপজেলা কার্যক্রম পরিচালনা করবে এছাড়া কোনো সিন্ডিকেট যাতে সরকারিভাবে ধান দিতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক করা হয়েছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন